ভন্ডামি
লিখেছেন লিখেছেন গুপ্ত নেতা ২৭ এপ্রিল, ২০১৩, ০৭:১৩:১১ সন্ধ্যা
গতকাল মেরিল-প্রথম আলো অনুষ্ঠান থেকে নাকি ৫৪ লাখ টাকা সংগ্রহ হয়েছে সাভারের জন্যে।
তো ভাল কথা এই টাকাগুলো দুর্গতদের কাজে লাগবে।
তবে একটা জিনিস বুঝলাম,এরা হল সমাজের উচু শ্রেণীর নিকৃষ্ট কীট।বুকের ও পাছার দুলুনি না দেখলে,এদের পকেট থেকে টাকা বের হয় না।এরা এতটাই নিকৃষ্ট।
নিকৃষ্ট হবেই না বা কেন?
যে পত্রিকার সম্পাদক সানি লিওনের জন্যে হাহাকার করে,সে কই কি করল,কখন কি করল তার খোঁজ-খবর রাখে,তার কাছ থেকে আর কি আশা করা যেতে পারে?
একজন পতিতা লাভারের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন??
এদিকে আনিসুল হক লিখেছেন,-
”মঞ্চে সবাইকে স্বাগত জানানোর সময় বারবার মনে পড়ছিল ১৯৭১ সালের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর কথা। সেই আদলে এটিকে ‘কনসার্ট ফর সাভার ভিকটিমস’ করার চিন্তার কথাটি সবাইকে জানিয়ে দিই।”
খুব ভালো কথা।আচ্ছা মি: আনিসুল হক,যখন আপনার আপন ভাই,বোন,ছেলে অথবা মেয়ে এরকম দুর্ঘটনার স্বীকার হবে,তখন কি আপনি এরকম অনুষ্ঠানের আয়োজন করবেন? বা এটাকে ”কনসার্ট ফর মাই ফ্যামিলি ভিকটিমস” বলে চালাতে পারবেন..??
পাবলিকরে মখা ভাইবেন না,পাবলিক এখন সব বুঝে।সো খুউব খিয়াল কইরা।
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন