আমাদের মূল্য আসলে কতটুকু..??
লিখেছেন লিখেছেন গুপ্ত নেতা ২৭ এপ্রিল, ২০১৩, ০১:১২:২৭ রাত
অনলাইনে সার্চ দিয়া একটা ভয়াবহ তথ্য পাইলাম!মানুষের সম্পূর্ণ কঙ্কালের দাম মিনমাম ৪৯৯৫ ডলার**।যা বাংলাদেশী টাকায় ৪৯৯৫*৭৮.১০=৩,৯০,১০৯.৫ টাকা....!!!!!! (বাংলাদেশে আরো দাম কম হইতে পারে,সঠিকটা জানা নাই।কেউ জানলে জানাইবেন)
ধরলাম বাংলাদেশে সম্পূর্ণ কঙ্কালের দাম হইতে পারে খুব বেশি হইলে ৩০ অথবা ৫০ হাজার.।
আর সাভারে মৃতদের জন্যে দেওয়া হচ্ছে মাত্র ২০ টাকা..!!! ধিক তাদের..ধিক..
যেন বাংলাদেশের মানুষের কোন দাম নাই।শ্রমিক বলে আরো দাম নাই..!!
আর একটা কথা,ফেবুতে/ব্লগে এটা চাই,ওটা চাই বলে সারাক্ষণ পোস্ট করছি।কিন্তু আসলে এই কাজটা কার করার কথা?
সরকারের লোকজন কত টাকা লুইটা খায়,অথচ আজ এই ক্রান্তিকালে তাদের সঙ্কট দেখা দিচ্ছে।
আর আমাদের জনগণরেই বাতাস দিয়া টিকিয়া রাখতে হইতাছে...!
থু সেই সকল টুট টুট সরকার ও তাদের লোকদের প্রতি....
** সোর্স:- http://goo.gl/a53m3
বিষয়: রাজনীতি
১০৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন