আমি একজন তরুণ যুবক…

লিখেছেন লিখেছেন শিব্বির আহমদ ওসমানী ২৯ নভেম্বর, ২০১৩, ০১:০৭:৪৬ রাত

শিব্বির আহমদ ওসমানী:

একটি অসাধারন শিক্ষামূলক গল্প। একদিন এক যুবক একজন আলেমের কাছে এসে বললঃ হুযুর, আমি একজন তরুণ যুবক। কিন্তু সমস্যা হল, আমার মাঝে মাঝে প্রবল খায়েশ কাজ করে। আমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করি, তখন আমি মেয়েদের দিকে না তাকিয়ে থাকতে পারি না। আমি এখন কি করতে পারি?

তখন ঐ আলেম কিছুক্ষন চিন্তা করলেন। চিন্তা করার পর তাকে একটা দুধ ভর্তি গ্লাস দিলেন। গ্লাস পুরোটায় দুধে কানায় কানায় পরিপুর্ণ ছিল। অতঃপর ঐ আলেম তাকে বললেনঃ আমি তোমাকে বাজারের একটি ঠিকানা দিচ্ছি, তুমি এই দুধটুকু সোজা সেখানে পৌছিয়ে দিয়ে আসবে। ঐ আলেম তাকে আরও নির্দেশ দিলেন যে, গ্লাস থেকে এক ফোঁটা দুধও যেন না পরে যায়। অতঃপর ঐ আলেম, উনার এক ছাত্রকে ঐ যুবকের সহযোগী করে আদেশ দিলেনঃ তুমি এই যুবকের সাথে বাজারে যাও এবং সে যদি যাওয়ার সময় এই গ্লাস থেকে এক ফোঁটা দুধও ফেলে দেয়, তাহলে তুমি তাকে চরমভাবে পিটাতে থাকবে।

ঐ যুবকটি সহজেই দুধটুকু বাজারে পৌছিয়ে দিল এবং এই সংবাদ হুযুরকে জানানোর জন্য দৌড়ে ছুটে আসল। হুযুর জিজ্ঞাসা করলেনঃ তুমি যাওয়ার সময় কয়টি মেয়ের চেহারা দেখেছ? যুবকটি সবিস্ময়ে বললঃ "হুযুর, আমি তো বুঝতেই পারি নি আমার চারপাশে কি চলছিল। আমি তো এই ভয়েই তটস্থ ছিলাম যে, আমি যদি দুধ ফেলে দিই তবে রাস্তায় সমবেত সকল মানুষের সামনে আমাকে মারা হবে।

হুযুর হাসলেন এবং বললেনঃ মুমিনরা ঠিক এভাবেই আল্লাহকে ভয় করে। এবং মুমিনরা সবসময় চিন্তা করে, যদি সে আল্লাহর উপর বিশ্বাস ঐ দুধের ন্যায় ছিটকে ফেলে তবে তিনি সুবহানাহু ওয়া তায়ালা কিয়ামত দিবসে সমগ্র সৃষ্টিজগতের সামনে তাকে অপমানিত করবেন। এভাবে সর্বদাই বিচার দিবসের চিন্তা, মুমিনদের গুনাহ হওয়া থেকে বাঁচিয়ে রাখে।

বিষয়: বিবিধ

১২৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File