দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কোথায় ????

লিখেছেন লিখেছেন নতুন চেতনা ২৬ এপ্রিল, ২০১৩, ০৬:৪২:৪৩ সন্ধ্যা

বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আজ কোথায়?? সরকার দলীয় মন্ত্রি-এম,পি যারা নির্বাচনের পূর্বে ৫-১০ লক্ষ টাকার সম্পত্তির হিসাব দেখান, আর নির্বাচনের পর শত শত কোটি টাকা দিয়ে নিজের/পরিবার-পরিজনের নামে প্রাইভেট ব্যাংক, টিভি চ্যানেল , শিল্প- প্রতিষ্ঠানের মালিক হয়ে যান ... আজ তারা কোথায় ????

ওষুধ, স্যালাইন, কাটার (heavy cutter), হাতুড়ি, গ্লাভস (ভারি এবং হালকা), air-freshener, mask, oxygen cylinder (light), শুকনো খাবার (কেক বিস্কুট চিরা মুড়ি ইত্যাদি) ..... আমরা জনগণ নিজ উদ্যোগে সরবরাহ করছি ভালো কথা, কিন্তু এগুলা সরকারের পক্ষ হতে সরবরাহ করা কি অনেক টাকার/ কঠিন কাজ??? দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টাকা কই গেল ?? আমরা গত ২/৩ বছরে তেমন একটা প্রাকিতিক দুর্যোগ দেখি নাই যে ত্রাণ মন্ত্রণালয়ের কাঁড়ি কাঁড়ি টাকা শেষ হয়ে যাবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রির দায় সারা/ বিরোধীদলের উপর চাপানো বক্তবে্ আমরা হতাশ। লাশ নিয়ে রাজনীতি না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার কাজে সর্বশক্তি প্রয়োগ করতে হবে।

বিষয়: রাজনীতি

৯৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File