স্মূতির পাতা থেকে

লিখেছেন লিখেছেন জাহিদ পিয়াল ২৭ এপ্রিল, ২০১৩, ১০:১৫:০৩ রাত

স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীরের কথা শুনতেই মনে পড়ে গেল আমার ছোটবেলায় দেখা "নাচনাপাড়া" নামক বাজারে ঘুরে বেড়ানো আমার প্রিয় মধু পাগলার কথা। দু'জনের নামে সাদূস্যতা থাকলেও বৈপরীত্ত্ব ও কম নয়। একজন জাতে পাগল আর অন্যজন মাতে (কথায়) পাগল।



তো মধু পাগলাকে দেখতাম সারাদিন ঘুরে বেড়াতো, নিজের শরীরের কোন যত্নই নিতনা। এলাকার সর্বজন শ্রদ্ধেয় কারী সাহেব হুজুর তাকে মাঝে মাঝে গোসল করাতেন, কাছে গিয়ে লুন্গি টানলে খুবই লজ্জা পেত, বলতে পারেন অনেকটা "যাতে মাতাল, তালে ঠিক"

কিন্তু !!!!!

আমাদের মখা আলমগীর মধু পাগলাকে ও হার মানাল। BBC তে বেফাস মন্তব্য করার পর গণমাধ্যম, ফেসবুক, ব্লগ থেকে শুরু করে রাজনৈতিক নেতারা পর্যন্ত সকলে তার কাপড় নিয়ে টানাটানি শুরু করলেও তিনি তার মন্তব্যে অটল।

মধু পাগলা আজ বেঁচে আছে কিনা জানিনা, থাকলে মখার এ মন্তব্য শুনে হয়ত আমাদের মধু পাগলা ও ফোঁকলা দঁাতে হাসত আর বলত --- " হায়রে মখা !! তুই আর মানুষ হইলিনা, মগা-ই রয়ে গেলি"

লেখক; ব্লগার এমডি জাহিদুল ইসলাম

বিষয়: বিবিধ

১৯৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File