শত শত শ্রমিক হত্যার বিচার হবে কি?
লিখেছেন লিখেছেন জাহিদ পিয়াল ২৬ এপ্রিল, ২০১৩, ০৪:৪৬:১৭ রাত
"আম্মা-আব্বা আমারে মাফ কইরা দিউ তোমাগোরে আর ঔষুধ কিনে দিতে পারবনা। ভাই তুই আম্মা আব্বার দিকে খেয়াল রাখিছ"
হঠাৎ বের হয়ে আসল একজনের লাশ, হাতের মধ্যে সাদা কাগজে লেখাছিল লাইন দু'টি। তোমার আব্বু-আম্মু হয়ত তোমায় মাফ করে দিতে পারবে কিন্তু তারা কি পারবে মাফ করতে ঐসব অর্থলোভীদেরকে, যারা সামান্য অর্থের লোভকে সামলাতে না পেরে কেড়ে নিল তোমার মত শতাধিক তাজা প্রাণ ? খালি করে দিল কত মায়ের কোল! রানা প্লাজা ভেঙে শত শত গার্মেন্টস শ্রমিক মারা যাওয়া লাশের মাঝে একটি লাশের হাতে এই চিরকুট টি পাওয়া যায়।
গত নভেম্বরে তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ড, মোহাম্মদপুরের স্মার্ট এক্সপোর্ট, নারায়ণগঞ্জের প্যানটেক্স গার্মেন্টস ও চট্টগ্রামে আগুনে অঙ্গার সহস্র শ্রমিকের মালিকেরও কিছু হয়নি।
ওয়াশিংটন ভিত্তিক ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক স্কট নোভা বলেছেন, বছরের পর বছর বাংলাদেশ সরকার প্রতিশ্রুতি দিচ্ছে তৈরী পোশাক শিল্পের নিরাপত্তার মান বাড়ানোর। কিন্তু তারা কখনও সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি। সরকার যদি সত্যিকারার্থে দেশকে ভালবাসে,শিল্পের উন্নতি চায় তাহলে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষিদেরকে বিচারের আওতায় আনতে হবে।
আদৌ কি এর বিচার হবে ? নাকি এটাও একদিন চলে যাবে হিমাগরে ? সেটাই এখন দেখার বিষয়।
লেখক; ব্লগার এমডি জাহিদুল ইসলাম
বিষয়: বিবিধ
১৪৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন