Bal সরকারের নতুন সৈনিক CP গ্যাং!!

লিখেছেন লিখেছেন সূর্য চৌধুরী ১২ মে, ২০১৩, ১০:৩৬:১১ সকাল

বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগ ও শাহবাগলীগের একত্রে নতুন সংগঠন CP গ্যাং চালু হয়েছে।

CP শব্দের অর্থ সঠিক জানা না গেলেও ধারনা করা যাচ্ছে এর অর্থ Chagu Pondai .

ছিপি দের কাজ কি?

১। মুসলিম ব্লগার ও ফেবু একটিভিটিসদের স্ট্যাটাসে এসে গালিগালাজ করা।

২। পোস্টদাতাকে মানসিকভাবে দুর্বল করে ফেলা।

৩। মুসলিমদের ঢালাওভাবে শিবির ট্যাগ দেওয়া।

৪। অনলাইন থেকে ইসলামিক মিডিয়া সরানো।

ছিপি চেনার উপায়ঃ

১। কমেন্টের ভাষা হবে অত্যন্ত খারাপ ও অশ্লীল।

২। কোন রুপ যুক্তিই শুনতে চাইবেনা।

৩। কয়েকজন একযোগে আসবে।

৪। প্রোফাইল পিকচার সবার প্রায় একই হবে।

৫। রিলিজিয়াস ভিউয়ে কিছু নাও থাকতে পারে। কেউ কেউ মুসলিম নাম ব্যবহার করে।

৬। পলিটিকাল ভিউয়ে বেশীর ভাগেরই লেখা 'জয় বাংলা'।

সবচেয়ে লুলাইতো কথা হলো তারা মুখে বলে তারা নাকি মুসলিম নামধারী সবাইকে উতখাত করবে কিন্তু তারা মুসলিমদের মা, বোনকে নিয়ে আজে বাজে কথা বলে। এতো বাজে কথা যা সহ্য করার মত নয়।

এদের প্রতি আমাদের করণীয়ঃ

১। এদের জন্য আল্লাহর কাছে হেদায়াত চাইতে হবে।

২। অশ্লীল কমেন্ট রিমুভ করতে হবে।

৩। আস্তে করে ব্লক দিয়ে বের হয়ে আসতে হবে।

বিষয়: বিবিধ

১৯৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File