প্রধানমন্ত্রীর এক বিবৃতি এবং তাতে আমি হতবাক !!!

লিখেছেন লিখেছেন আমানউল্লাহ রাফি ২৪ এপ্রিল, ২০১৩, ০৫:৩৫:৩১ বিকাল

প্রধানমন্ত্রীর এক বিবৃতি এবং তাতে আমি হতবাক !!!

সাভারে সব লোককে আগেই সরিয়ে নেয়া হয়েছিল : প্রধানমন্ত্রী !!!

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আগে থেকেই সচেতন ছিলাম। আমরা জানতাম বলে সব লোক সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু মূল্যবান জিনিস সরিয়ে নিতে সকালে লোকজন সেখানে গিয়েছিল। তারাই দুর্ঘটনার শিকার হয়েছেন।’ !!!

কিন্তু আসল ঘটনাটি ছিল সম্পূর্ণ ভিন্ন !

প্রতিদিনের কাজের মত সকল শ্রমিকেরাও আজকে সেই ভবনে গিয়েছিল গার্মেন্টসে কাজ করতে !!!

এমনকি নিচের মার্কেটও খোলা ছিল !!!

দুর্ঘটনা প্রসঙ্গে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান,

"মঙ্গলবার সকালে ফাটল দেখা দেয়ার পরপরই ওই ভবনে থাকা চারটি গার্মেন্ট কারখানা ও ব্যাংক বন্ধ করে দেয়া হয়েছিল। তবে বুধবার সকালে শ্রমিকরা আবারো কারখানায় গিয়ে কাজ শুরু করেন।"

প্রধানমন্ত্রী এত্ত অদ্ভুত বানোয়াট কথা বলেন কিভাবে???

উনি কি উনার দলের লোক, ভবনটির মালিক পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানাকে বাঁচানোর জন্য এই ধরনের ফালতু কথা বলছেন ???

আর উনি যদি আগে জেনেই থাকেন তাহলে এত্ত বড় দুর্ঘটনা হয় কিভাবে?!!!

এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে উনি রাজনীতি না করলেও পারতেন !

এবং যে দোষী তাকে আড়াল করার জন্য এই রকম কাণ্ডজ্ঞানহীন কথা না বললেও পারতেন ।

ওনার এইরকম উদাসীনতার কারনেই এখন পর্যন্ত তাজরিন গার্মেন্টসের অগ্নিকান্ডের ও চট্টগ্রামের ফ্লাইওভার ধসে পড়ার মত মর্মান্তিক দুর্ঘটনা পিছনে দায়ী ব্যাক্তিদের বিচার হয়নি ।

এই রকম কাণ্ডজ্ঞানহীন প্রধানমন্ত্রী যে দেশে থাকবে সেই দেশে এই রকম মর্মান্তিক দুর্ঘটনা দেশের মানুষের দৈনন্দিন জীবনের সাথী হয়ে যাবে ।

facebook

বিষয়: রাজনীতি

১১৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File