সাভার ট্রাজেডি..ও....রাজনীতির নতুন শক্তির আগমন ত্বরান্বিত না করতে পারার দায় আমাদের!

লিখেছেন লিখেছেন আধারের পথ ২৪ এপ্রিল, ২০১৩, ০৫:৫৬:৫৮ বিকাল



আবার একটি ট্রাজেডি...আবার কয়েকদিন শোকাবহ...আবার কয়েকটি স্টাটাস...এই তো...তারপর ভোটের দিন সকাল বেলা সেই বিয়াল্লিশ বছরের ইতিহাস।আমরা চাইলে পারতাম পরিবর্তনআনতে। দুই বৃহত্তম দলের বাইরে থেকে চিন্তা করা তেমন কঠিন ছিলনা।

যা ছিলনা তা হচ্ছে নতুন শক্তির একতা...দেশের মানুষ বারবার নতুন শক্তিকে স্বাগত জানিয়েছে তার স্বরুপ যেরকম হোক না কেন।শুধু সঠিক নিয়ত ও সুনির্দিষ্ট মেনডেট না থাকার ফলে তারা পেরে উঠে নি।

আজ দেশে তৃতীয় শক্তির একটি নতুন পরিবেশ সৃষ্টি হচ্ছে।যাদের রয়েছে সুস্পষ্ট এজেন্ডা...যারা ঘরের খাবার টেবিল থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত পরিবর্তন আনতে পারে...যাদের ১৩ দফাগুলো তার প্রাথমিক পূর্বাভাস...তাদেরকে নিজ নিজ অবস্হান থেকে সাপোর্ট দিয়ে যান...চাপ প্রয়োগ করুন বৃহত্তম ইসলামী ফন্ট গঠনের জন্য...আমি এদের নিয়ে আশাবাদী...হতেই হবে এভাবে আর কত ট্রাজেডি নদীতে,বন্দরে,রাস্তায়!!

বিষয়: রাজনীতি

১৫২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File