কুরআনের বৈজ্ঞানিক কিছু নিদর্শন
লিখেছেন লিখেছেন মুিজব িবন আদম ০৫ জুন, ২০১৪, ০৩:২৮:২৮ দুপুর
কুরআন কী বৈজ্ঞানিক গ্রন্থ? না, এটি নাজিলকৃত আয়াতের সমাবেশ। এর প্রতি আয়াত যেন অজানা কিছু নিদর্শন দেখায়। কেউ হয়তো বুঝে, আবার কেউ বুঝতে চায় না। সেই হাজার হাজার নিদর্শন থেকে গুটি কতক এখানে সংকলিত করা হল।
পবিত্র কুরআনের সর্ব প্রথম বাক্য হল "বিসমিল্লাহির রহমানির রাহিম"। এ বাক্যটিতে আছে ১৯ টি অক্ষর। আর কুরআনে সূরা আছে ১১৪ টি, যা ১৯ দিয়ে বিভাজ্য। মোট ১১৪ টি সূরার ১১৩ টির শুরুতে "বিসমিল্লাহির রহমানির রাহিম" বাক্য বিদ্যমান। সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ নেই। তাই আপাতভাবে বেমিল লাগে। কিন্তু সূরা নামলের মধ্যিখানে আবার "বিসমিল্লাহির রহমানির রাহিম" রয়েছে। ফলে কুরআনে মোট বিসমিল্লাহ এর সংখ্যা ১১৪। তাই বেমিল আর রইল না। সেইসাথে স্মরণীয় যে বিসমিল্লাহ বিহীন সূরা তওবা এবং ডাবল বিসমিল্লাহ বিশিষ্ট সূরা নামল এর সংখ্যাগত দুরত্ব ১৯।
নবী (স এর নিকট হেরা গুহায় সূরা আলাকের প্রথম ৫ আয়াত নাজিল হয়। এই ৫ আয়াতে শব্দ আছে ১৯ টি এবং তাতে অক্ষর আছে ৭৬ টি, যা ১৯ দিয়ে বিভাজ্য। আবার সূরা আলাকের মোট আয়াত হচ্ছে ১৯ টি এবং তাতে অক্ষর আছে ৩০৪ টি, যাও ১৯ দিয়ে বিভাজ্য। আর একটি ব্যাপার, কুরআন শরীফের সূরাগুলো উল্টোভাবে গুনতে থাকলেও ১৯ তম স্থানে সূরা আলাক পাওয়া যায়।
নবুয়ত প্রাপ্তির ২৩ বছর পর বিদায়ী সূরা হিসেবে পরিচিত নাসর (১১০ নং সূরা) নাজিল হয়। এই সূরায় শব্দসংখ্যাও ১৯।
এছাড়া কুরআনে বিভিন্ন শব্দ এমন সংখ্যকবার আছে, যা চিন্তাশীলদের জন্য সুন্দর উপকরণ। উদাহরন সরূপ - দুনিয়া ও আখেরাত সমান সংখ্যক অর্থ্যাৎ ১১৫ বার, মালাইকা (ফেরেস্তা) ও সয়তান সমান সংখ্যক অর্থ্যাৎ ৮৮ বার, জীবন ও মরন সমান সংখ্যক অর্থ্যাৎ ১৪৫ বার, যাকত ও বারাকাত সমান সংখ্যক অর্থ্যাৎ ৩২ বার, নর ও নারী সমান সংখ্যক অর্থ্যাৎ ২৪ বার উল্লেখ আছে। কুরআনে মাস কথাটি আছে ১২ বার ও দিন ৩৬৫ বার। সমুদ্র ও ভূমি যথাক্রমে ৩২ ও ১৩ বার উল্লেখ আছে। যদি ৩২ ও ১৩ এর শতকরা হিসেবে ভাগ করা হয়, তাতে সমুদ্র ও ভূমির অনুপাত যথাক্রমে ৭১.১১% ও ২৮.৮৯% হয়। এটি সাধারন হিসেবের চেয়েও সুক্ষ।
ছোটবেলায় শেখানো হতো যে, কুরআনে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরার কথা বলছে; যা বৈজ্ঞানিকভাবে ভুল। আসলে কুরআনে বলা হয়েছে - সকল গ্রহ নক্ষত্র সাঁতার কাটছে। কুরআনের কথা না বুঝেই আমাদেরকে এমন শেখানো হয়েছিল বলে মনে হয়। তাই কুরআনকে বুঝা দরকার। আল্লাহ যেন আমাদেরকে বুঝে বুঝে কুরআন পড়ার তৌফিক দান করেন।
বিষয়: বিবিধ
১৮৩৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন