বিশ্বায়নের গন্তব্য কোথায়?

লিখেছেন লিখেছেন মুিজব িবন আদম ১২ মার্চ, ২০১৪, ১২:৪৯:৫৮ দুপুর

গত দুই দশক ধরে সমাজ বিজ্ঞানী ও অর্থনীতিবিদগণ বিশ্বায়নের টর্নেডো, সাইক্লন, হারিকেন ইত্যাদি এবং এর প্রভাব বলে আসছেন। কিন্তু বিশ্বায়নের শেষ যে কোথায় তা আজও বুঝা গেল না। বরং পৃথিবী এখন Globalization এর সাইড ইফেক্ট হিসেবে মনোপলি অর্থনীতির দ্বারপ্রান্তে। এ অবস্থায় মাল্টিন্যাশনাল কোম্পনীগুলো Acquisition বা Merging এর মাধ্যমে Integrated হয়ে গ্লোবালাইজড কোম্পানীতে পরিনত হচ্ছে। সেই সাথে গায়েব হয়ে যাচ্ছে ছোট ছোট কোম্পানীগুলো। গ্লোবাল ধনতন্ত্রের এ অবস্থার কোন শুভ পরিনতি দৃশ্যমান হচ্ছে না। অর্থনীতিবিদগণ ধনতন্ত্রে যে প্রতিযোগীতামূলক মার্কেট ডিনামিক্স তত্ত্ব দিতেন, সে হিসেবেও এখন গড়মিল দেখতে পাওয়া যাচ্ছে।

অতএব, এর আল্টিমেট গন্তব্য কোথায়?

বিষয়: বিবিধ

১৬৮০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191111
১২ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিশ্বায়ন=বৈশ্বায়ন=বেশ্যায়ন
191115
১২ মার্চ ২০১৪ দুপুর ০১:১২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিশ্বায়ন=বৈশ্বায়ন=বেশ্যায়ন

এক্সাটলি রাইট।
191121
১২ মার্চ ২০১৪ দুপুর ০১:২১
গোলাম মাওলা লিখেছেন : একটু ডিটেল লিখতে পারতেন
১২ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৯
142213
মুিজব িবন আদম লিখেছেন : ইনসাল্লাহ একটু সময় করে পরে লিখার ইচ্ছা আছে।
191161
১২ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৮
জাগো মানুস জাগো লিখেছেন : we see worldwide monopoly business..the bigger eating the small.
191166
১২ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৬
সজল আহমেদ লিখেছেন : খেক খেক সবুজ বলেছেন বেশ্যায়ন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File