গণতন্ত্র বিহীন মুক্তিযুদ্ধের চেতনা

লিখেছেন লিখেছেন মুিজব িবন আদম ০৫ জানুয়ারি, ২০১৪, ১১:৪৯:৫৪ সকাল

মুক্তিযুদ্ধের চেতনা ছিল ব্যক্তি সাধীনতা, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি। কিন্তু আজ বাংলাদেশে এর একটিও নেই। জনগণের ভোটাধিকারকে দলিতমথিত করে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ঘটতে পারে না। আজ যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুখে ফেনা তুলছেন তাদের বেশীর ভাগই মুক্তিযুদ্ধের আসল চেতনার বিরোধী। তারাই পাকিস্তানের ২২ পরিবার থেকে এনে এদেশের লুটেরা কিছু পরিবারের কাছে জিম্মি থাকাকে মুক্তিযুদ্ধের চেতনা মনে করে থাকে। স্বাধীকার আন্দোলন এরা মানে না। এমনকি মানুষের স্বাধীনতায় আসলে এদের বিশ্বাস নেই। আপামর জনতার মুক্তি এদের কাছে পরিহাসের বিষয়।

তাই আপামর জনতাকে নিজেদের স্বার্থেই এই মুক্তিযুদ্ধের চেতনার অপব্যাখ্যাকারী স্বার্থবাদী শোষকদেরকে পরিহার করতে হবে। ঘৃনা করতে হবে শোষনকে। শোষক শ্রেনী পরাজিত না হলে সাধারন মানুষের কোন মুক্তি নেই।

আজ ০৫ জানুয়ারী ২০১৪ এমনই খারাপ দিন যার বোঝা এ জাতিকে অনেক দিন বহন করতে হবে।

বিষয়: বিবিধ

১০৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File