মনের এলোমেলো আকুতি

লিখেছেন লিখেছেন মুিজব িবন আদম ১৯ নভেম্বর, ২০১৩, ০৯:৫৬:৫৩ সকাল

মানুষ স্রস্টার মহান সৃষ্টি খলিফা। অথচ সেই মানুষ আমরা কত ভুল করতে থাকি! একটুও বুঝতে চাই না সঠিক করনীয় বিষয়ে। আত্ম উপলব্ধি এলেও যেন হালে পানি পায় না। তারপরও মনের গহীন কোন থেকে অপরাধ বোধ উঁকি দিতে থাকে। কত যে ভুল ভ্রান্তি। কত যে অবুঝ মানসিকতা।

ছোট বেলা থেকে ছিলাম বিজ্ঞানের পাগল। মনে হত বিজ্ঞানই ঠিক আর সব কিছু ভুল। বিজ্ঞানের দোহাই দিয়ে কেউ কোন অবৈজ্ঞানিক কথা বললেও তা অকপটে মেনে নিতাম। একটুও মনে হত না যে কোন ভুল থাকতে পারে। স্বপ্ন দেখতাম বুয়েটে পড়ার। আল্লাহ সেই সৌভাগ্য দান করেছিলেন। বুয়েট থেকে গ্রাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশন নিলাম। কিন্তু আল্লাহর প্রদত্ত দায়িত্ব সঠিকভাবে পালন করলাম না। জীবনের দীর্ঘ পথ কেবল এভাবেই পাড়ি দিলাম। কেবল ব্যার্থতার বোঝা। পার্থিব জীবনে নয়। পারলাম না আখেরাতের বিচার দিনের জন্য প্রস্তুত হতে। জীবনের আরতো বেশী সময় হাতে নেই। এখন শুধু হা হুতাশ। বাবা - মা পরপাড়ে চলে গেছেন। তাদের জন্য কেবল কষ্ট হয়। কষ্ট হয় দেশের জন্য। দেশের মানুষের জন্য।

তারচেয়েও বেশী কষ্ট পাই যখন দেখি মুসলিম নামধারী কোন ভাই বা বোন আল্লাহ, কুরআন কিংবা নবীদের নিয়ে অমানুষের মত কথা বার্তা বলে বা লিখে। বিধর্মী কেউ সাধারনত এমন খারাপ ভাবে বলে না যত খারাপভাবে মুসলীম নামধারীরা বলে থাকে। বাংলাদেশে এরা দোযখ বানাতে চায়। কেউ কেউ ধ্বংসপ্রাপ্ত সামুদ জাতির মত বিকৃত মানসিতাকেও লালন করে। আল্লাহ এদের মধ্যে যাদের কিছুটা হলেও সততা আছে তাদের যেন হেদায়েত দান করেন। আর যারা সম্পূর্ণ মিথ্যের উপর চলমান তাদের যেন ভীষন শাস্তি দেন।

সত্য যেন জয়যুক্ত হয়। সেই কামনায় রইলাম।

বিষয়: বিবিধ

৯৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File