ধোকাবাজ হইতে সাবধান

লিখেছেন লিখেছেন মিদুল ০৬ অক্টোবর, ২০১৩, ১১:২৪:৫৪ রাত

৮/১০ দিন আগের কথা,আমার এক চাচাতো বোন তিন সন্তানের জননী।পড়া লেখা বেশী করেনি।স্বামী মালয়েশীয়া থাকেন।এক দিন অপরিচিত নাম্বার থেকে কল আসে,জিঙ্গাসা করে তোমার নাম কি মা? মা বলাতে আপু কথা বলেন,যা জানতে চেয়েছেন সব বলে দেন।লোকটি তখন বলেন তোমার ভাগ্য অনেক ভালো,তোমি খুব তারা তারি অেনেক টাকা পয়সার মালিক হবে।আমি একটি মাজারের খাদেম ,আমি সপ্ন যোগে তোমার নাম্বার পেয়েছি,আমাকে বলা হয়েছে তোমি খুব শিগ্রই বড় লোক হয়ে যাবে, খবর দার কাউকে বলবেনা,বলরে কিছুই পাবেনা বলে ফোন রেখে দেয়।দুই দিন পর আবারো কল দেয়,জিঙ্গাসা করে তোমার আব্বুর নাম কি?আপু বলে আব্দুর রশিদ।লোকটি বলে আমার নাম ও আব্দুর রশিদ।তোমি আমার মেয়ের মত,আজ থেকে তোমি আমার মেয়ে।তার পর বলে তোমি একবার আস আমার মাজারে এবং কিছু আপ্যায়ন কর আমার মাজারের পীর ফকির দের।আপু বলে এটা সম্ভব না।আমার পক্ষ থেকে আপনি আপ্যায়নের ব্যবস্থা করেন।লোকটি রাজী হয়।আপূর সরলতার সূযোগ পেয়ে লোকটি বলে তোমি তো কোটি কোটি টাকার মালিক হচ্ছো সুতরাং এক লাখ টাকা পাঠিয়ে দাও,আমি বাকী সব ব্যবস্থা করবো।কয়েক দিন আগে দুলা ভাই কিছু টাকা দিয়েছিল কোরবানী ও কিছু দেনা টাকা শোধ কারার জন্য,আপু আরও কিছু টাকা ধার করে মোট নব্বই হাজার(৯০০০০) টাকা বিকাশ করে পাঠায়।লোকটি বলে দেয় টাকা পাঠানোর সময় লোকেরা জিঙ্গেস করলে বলবে আমার আব্বুকে পাঠাচ্ছি।আপু তাই করে।টাকা পাওয়ার পর নাম্বার অফ করে দেয়,আর তখনি আপু বুঝতে পারে।তার পর যা হবার তাই হয়েছে।

আমাদের সবার মোবাইলেই এ রকম কল এসে থাকে,সুতরাং সবাই সাবধান।লেখাটি শেয়ার করে সবাইকে জানিযে দিয়ে সতর্ক হওয়ার ক্ষেত্রে সহায়তা করুন।

এখন আপুর চলার মত টাকা হাতে নাই খুব কষ্টে দিনাতিপাত করছেন।

একটি জিঙ্গাসা

দুলা ভাই টাকা দিয়েছিলেন কোরবানী করার জন্য,টাকা চলে গেল ধোকাবাজের কাছে।নতুন করে টাকা দেয়া সম্ভব হচ্ছে না।এখন কোরবানী না দিলে কোন সমস্যা আছে কিনা?দুলা ভাই জানতে চেয়েছেন।যারা সঠিক মাসয়ালা জানেন দয়া করে কমেন্ট করে জানিয়ে দিলে উপকৃত হব।

বিষয়: বিবিধ

১৫৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File