বন্ধ হোক ‘নোবেল প্রাইজ’, চালু হোক “বাংলাদেশ মগা প্রাইজ”!

লিখেছেন লিখেছেন জীবিত যাযাবর ২৯ এপ্রিল, ২০১৩, ০৬:০৯:১৮ সন্ধ্যা

আজ বাংলাদেশ নামক এক ভয়ংকর অগ্নিয়গীরির উপর দাড়িয়ে আছে ১৬ কোটি মানুষ। যাদেরকে তাদের শাসক শ্রেনী মানুষ বলে মনে করত না এতদিন। তবে শাসক দলের একজন মন্ত্রী অনেক কষ্টে অবশেষে বুঝতে পেরেছেন বাংলাদেশে ১৬ কোটি মানুষ বাস করে। এতদিন তিনি মনে করতেন তিনি কতগুলো ঘোড়া বা গাধাদের মন্ত্রী। আজ তিনি গর্ব করতে পারেন যে তিনি মানুষের মন্ত্রী, পশুর নয়।

তার আর দোষ দেব কিভাবে?

অন্য মন্ত্রী শুরুতে বলেছেন নাড়াছাড়া করে ভবন ধসিয়ে দেয়া হয়েছে। বুদ্ধিহীন পশু ছাড়া একাজতো কোন মানুষ করতে পারেন না। তাই পূর্বকার মন্ত্রীর এতদিনের ধারনাটা ঠিক বলা যায়।

আমি ‍বুঝিনা আলফ্রেড নোবেল কেন ডিনামাইট আবিষ্কার করেছিলেন। তার এই আবিষ্কার আজ আর কোন কাজে আসবেনা। আমাদের মন্ত্রী মহোদয়ের নতুন আবিষ্কার নোবেলকে ফেল করে দিল। তার ‘নাড়াছাড়া’ থেরাপিতে যে কোন বিল্ডিং, পাহাড় সহ সকল পরিত্যক্ত স্থাপনা নিমেষেই মাটির সাথে মিশিয়ে দিতে পারে। আর নোবেল প্রাইজ বন্ধ করে নতুন করে “মগা” প্রাইজ চালু করা যেতে পারে।

আমরা এটি চালুর জোর আবেদন জানাচ্ছি।

মগা প্রাইজের নমিনেশন পেতে মাননীয় মন্ত্রী মহোদয়ের পিএস এর সাথে যোগাযোগ করুন।

বিষয়: বিবিধ

১৭৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File