বিধ্বস্ত সাভার শোকাহত দেশ স্বপ্নে বিভোর মন্ত্রী
লিখেছেন লিখেছেন জীবিত যাযাবর ২৭ এপ্রিল, ২০১৩, ১০:৫৪:১৮ সকাল
শাহবাগে খাবার, ওয়াইফাই, মিডিয়া কভারেজ, সিকিউরিটি কিছুর অভাব হতে দেয় নাই হাসিনা। এমন কি মোবাইল টয়লেট পৌঁছে গেছে সেখানে, মাথা গোজার জন্য এমন কি তাবুও। কিন্তু সাভারে? সেখানে ওষুধ জোগাচ্ছে সাধারণ মানুষ, অক্সিজেন দিচ্ছে সাধারণ মানুষ, জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে সাধারণ মানুষ, খাবার আর পানি নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। সেখানে সাহায্য পৌঁছনো তো দূরে থাক, উলটে সে গতকাল আসল খুনীর প্রকৃত পরিচয় গোপন করেছে, আর এক পিতৃপরিচয়লুপ্ত উম্মাদকে বসিয়ে রেখেছে চেয়ারে যার তত্ত্ব হচ্ছে বিএনপি-জামায়াত কর্মীরা ঠেলে ভবন ধ্বসিয়ে দিয়েছে।
তারা কি করবে?
তাদেরকে আমরা আমাদের টাকায় নরম গাদির সোফা কেনার ব্যবস্থা করেছি, তাই তারা ঘুমোচ্ছে।
তোরা ঘুমা, মানুষ মরলে তোদের কি? তোরা তো মানুষ না, আওয়ামীলীগ। তোদের জাতের কেউ মারা গেলে তোরা শোক করতি, মানুষের জন্যে তোরা কেন করবি?
তোদের জাতের বলে আজ পার পেয়ে যাচ্ছে আজ ‘সোহেল রানা’। অতিতে আরও কত পার পেয়েছে তার হিসাব দিতে মাস-বছর লেগে যাবে। আজ দুই দিন ঢাকার রাস্তায় মানুষ নেই। তারা শোকে বিহব্বল হয়ে আছে। সারা দেশ আজ চোখের পানিতে ভাসছে।
তার পরও তোরা ঘুমা।
কারন, তোরাতো মানুষ না, আওয়ামীলীগ।
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন