রাজাকারের ইতিহাস....কারা রাজাকার???

লিখেছেন লিখেছেন সাদিয়া পারভীন হাবিবা ৩১ মে, ২০১৩, ১২:২০:০১ দুপুর

‘রাজাকার’ শব্দটি ফার্সি ও উর্দু—দুটি ভাষা থেকে গঠিত। তবে ‘রাজাকার’ শব্দটি এথন একটি গালি বিশেষ। পাকিস্ততানী আগ্রাসীদের যারা সহায়তা করেছিল তাদেরকেই ‘রাজাকার’ বলা হয় আর, যারা ভারত পৃতি দেখায় তারাও ‘রাজাকার’। ‘রাজাকার’ শব্দের অর্থ যদি সহযোগী হয়, তাহলে আ.লীগের আদর্শের প্রায় ৯৯ শতাংশ লোক ভারতীয় ‘রাজাকার’ বা সহযোগী। কারণ আ.লীগ বাংলাদেশকে ক্ষতি করে ভারতকে সহযোগিতার কাজেই জান-প্রাণ দিয়ে কাজ করে। তারা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখন সেটা লক্ষণীয়। এছাড়া যারা সাধারণ আ.লীগ অর্থাত্ সাংগঠনিক নয়, শুধু নৌকায় ভোট দেয়, তারাও তো তাদের সমর্থন দেয় ভারতীয় সহযোগীদের পক্ষে। শুধু এটাই নয়, আ.লীগ আদর্শের কোনো লোকের কাছে ভারত বাংলাদেশের ক্ষতি করছে এ কথা বলা মহাকঠিন। আ.লীগ আদর্শের লোকজন কেমন যেন অন্ধ ও ভ্রান্ত ধারণার ওপর ভারতভক্ত। এতে ভারত বাংলাদেশকে যতই ক্ষতি করুক না কেন তাতে আ.লীগের আদর্শিক লোকের যায়-আসে না। ১৯৭১ সালে তত্কালীন পূর্ব পাকিস্তানে আজকের বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন ‘রাজাকার’ বাহিনী গঠন করেছিল পশ্চিম পাকিস্তানের সামরিক সরকার। তত্কালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং অন্য স্থানীয় সরকারি মর্যাদার প্রতিনিধিদের দিয়ে এই ‘রাজাকার’ বাহিনী গঠন করেছিলেন। এই সরকারি লোকজনই কিছুসংখ্যক অসত্ স্বার্থপর লোক জোগাড় করে তাদেরও ‘রাজাকার’ সদস্য করে, যারা ওই সময় পশ্চিম পাকিস্তানিদের নানা ধরনের অপকর্মে সহযোগিতা করে। এই রাজাকাররা তখন পাকহানাদার বাহিনীর কাছে মুক্তিযোদ্ধাদের অবস্থান জানিয়ে দিত। এরপর হানাদার বাহিনী সুযোগমত মুক্তিযোদ্ধাদের হত্যা করে। তারা সুন্দরী-যুবতী মেয়েদের লম্পট চরিত্রের পাকহানাদার বাহিনীর কাছে তুলে দিত। রাজাকাররা নিজেরাও যত অপকর্ম, লুটপাট করা দরকার তা সে সময় সুযোগ পেয়ে করে নিয়েছে। তত্কালীন পাকিস্তান সরকারের জেলা প্রশাসকদের রাজাকার বাহিনী তৈরিতে সবচেয়ে বেশি কাজে লাগিয়েছে। ওই সময় ময়মনসিংহ জেলায় প্রশাসক ছিলেন বর্তমান হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর। পাকিস্তানের পাক স্বৈরাচার সরকারকেও এই মখা আলমগীর অন্যায়, জলুল ও নির্যাতনে প্রত্যক্ষ সহযোগিতা করেছিলেন। এখন স্বাধীন বাংলাদেশেও তিনি সরকারের মন্ত্রী হয়ে বাংলাদেশের মানুষের ওপর জুলুম-নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছেন।

বিষয়: বিবিধ

১৬৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File