আর কত দিন নবীর সুন্নাহ পদদলিত হবে??

লিখেছেন লিখেছেন সাদিয়া পারভীন হাবিবা ২২ মে, ২০১৩, ০৯:৫৭:৫০ রাত

প্রথমেই নিউজ লিঙ্ক কিসের পর্দা, আগে নিয়ম:

একটা জাতির পতনের জন্য বেশী কিছু লাগেনা। আল্লাহ ও তার রাসূল (স.) কে অপমান ও অপদস্থ করে রাসূলের সুন্নতের বুকে আঘাত করে এবং নিরীহ মুসলমানদেরকে হত্যা করে কোন কালেই কোন শক্তিশালী শাসক অধিপত্ত বিস্তার করতে পারেনি সভ্যতাও তকে মনে রাখেনি। ইতিহাসের আস্তাকুঁড়ে তাদের অবস্থান হয়েছে। বরং যাদের উপর জুলুম করা হয়েছে সভ্যতা তাদেরকে আদর্শ হিসাবে মানে। আজকে বাংলার মাটিতে যা হচ্ছে তা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব (শাস্তি)। তাই তাকে হাত দিয়ে না সরিয়ে আপনারা আগে আল্লাহ পাকের কাছে মাথানত করুন এবং তাঁর কাছে কাকুতি-মিনতি করুন। কারণ,

وَلَقَدْ أَخَذْنَاهُم بِالْعَذَابِ فَمَا اسْتَكَانُوا لِرَبِّهِمْ وَمَا يَتَضَرَّعُونَ [٢٣:٧٦]

আল্লাহ পাক বলেছেনঃ "আমি তাদেরকে শাস্তি দিয়ে পাকড়াও করি। কিন্তু তারা তারপরও তাদের প্রভুর কাছে মাথা নত করে নি, না কাকুতি-মিনতি করেছে।" (সূরা আল-মুমিনূনঃ ৭৬)।

আওয়ামী-লীগ নামক যালিম শাসকদের দ্বারা বাংলার মাটিতে যেভাবে ইসলাম এবং নবীর সুন্নাহ পদদলিত হচ্ছে তাতে আল্লাহর সাহায্য এবং তার দরবারে আমাদের চোখের পানি ফেলা ছাড়া আর কোন গতি নেই। আজ আমার বোন নবীর সুন্নতকে বুধে লালন করে হিজাব করতে পারে না। আজ আমার ভাই মাথায় টুপি পড়ে নিরাপদে মসজিদে যেতে পারেনা। আজ বাংলার রাজপথ আমাদের আলেম-ওলামাদের রক্তে রন্জিত হচ্ছে। আল্লাহর কাছে একটাই চাওয়া আল্লাহ আমাদের মত দুর্বল প্রকৃতিক ইমানদারদেরকে তুমি কঠিন পরীক্ষা নিয়ো না যদি নিতেই চাও তবে ধৈর্য্য ধরার তৌফিক দাও। আমরা তোমার এই জমিনে কালেমার পতাকা দেখতে চাই। মরনের আগেও যেন নবীর সাহাবী জাফর (রা.) এর মত ইসলামের পতাকাটা ধরে রাখতে পারি। তুমিই তো বলেছ,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ [٢:١٥٣]

হে মুমিন গন! তোমরা ধৈর্য্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চিতই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে রয়েছেন। আমরা্ তোমার এই বানিকেই হাতিয়ার হিসাবে গ্রহন করলাম

বিষয়: বিবিধ

১৪৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File