স্বাধীন বাংলার বুকে জঙ্গিবাদের থাবা!!
লিখেছেন লিখেছেন সাদিয়া পারভীন হাবিবা ১৯ মে, ২০১৩, ১১:২৭:০৯ রাত
আওয়ামী-লীগে সরকার আর কিছু না পারুক দেশটার মধ্যে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। অনেকে বলবেন সেটা কেমন করে, এরা জামায়াত-শিবিরকে জঙ্গি প্রমাণ করার জন্য নিজেদের কিছু মুনাফেক দিয়ে ওলামা-লীগ তৈরী করেছে যাতে করে বিশ্বাসীকে দেখাতে পারবে গুটি কয়েক লোক এদেরকে নির্মূল করতে চাই এবং এরা একটি সন্ত্রাসী সংগঠন। এতদিন সরকারের টার্গেট ছিল জামায়াত-শিবির, কিন্তু এখন সেটা পরিণত হয়েছে ইসলামী দলগুলো নির্বিচারে গুলি আর লাঠি-পেটা, গুম করে মিডিয়াতে প্রচার করা হচ্ছে জঙ্গিবাদী কার্যক্রম বলে । তবে কি আমরা পাকিস্থান বা আফগাস্থিানের মতো আমেরিকাকে আমাদের দিকে মাথা ঘোড়াতে বলছিনা??হ্যা ভাই সেটা করছে আওয়ামী-লীগ সরকার। এদের কাজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি-নির্ধারকদের কাছে নিরন্তর প্রমাণ করার চেষ্টা যে বাংলাদেশ জিহাদিদের দখলে চলে যাচ্ছে। এটা প্রমাণ করার জন্য নির্মূলের রাজনীতির প্রধান শাহরিয়ার কবীর চলচ্চিত্র নির্মাণ করে চলেছেন। তিনি তাঁর ‘দ্য পোট্রেইট অফ জিহাদ (The Portrait of Jihad) ’ বাংলাদেশের ভেতরে উগ্র ইসলামপন্থিদের কার্যকলাপ দেখিয়েছেন। ‘জিহাদ উইথাউট বর্ডার (Zihad without Border)’ চলচ্চিত্রে পাকিস্তানে ধর্মীয় মৌলবাদীদের জঙ্গি রূপের ওপর আলোকপাত করেছেন কয়েকবছর আগে এই ছবিগুলো দেখাতে গিয়ে ওয়াশিংটনে ভয়েস অব আমেরিকার কাছে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, (http://www.voabangla.com/content/a-16-2009-11-03-voa1.../1397593.htm) সউদী আরব এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশে জিহাদ রপ্তানি করছে, বাংলাদেশের পক্ষে একা সেটা মোকাবিলা করা কঠিন। এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে সরাসরি শামিল হতে হবে। তিনি তাই জামায়াত-শিবিরকে জঙ্গি দাবি করছেন এবং মনে করেন এদের দমনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘মুখ্য ভূমিকা’ রাখতে পারে। তার দাবি, জঙ্গিবাদের বিরুদ্ধে আমেরিকার সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের পুনর্মূল্যায়নের সময় এসেছে। নইলে গণতন্ত্রের অগ্রযাত্রা, আর্থ-সামজিক অগ্রগতি এবং সভ্যতার নিদর্শন সব কিছুই বড় হুমকির মুখে পড়বে।
মার্কিন যুক্তরাষ্ট্র তাঁর আহ্বানে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে সৈন্য না পাঠাক ড্রোন হামলা শুরু করে দেবে তা মনে হয় না। তাহলে কি মুরগী শাহরিয়াররা কি থেমে গেছে?, না থামেনি এরা দেশের আলেম-ওলামাদের রক্তে বাংলার জম%A
বিষয়:
১২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন