হেফাজতকে সহযোগিতা করবেন এরশাদ!!
লিখেছেন লিখেছেন সাদিয়া পারভীন হাবিবা ০৪ মে, ২০১৩, ০৮:০৫:২৫ রাত
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ হেফাজতে ইসলামের রোববারের অবরোধ কর্মসূচিতে সহযোগিতা করতে তার দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি এরশাদ শনিবার এক বিবৃতিতে এই আহ্বান জানান।
ধর্মীয় অনুভুতির বিবেচনায় হেফাজতে ইসলামের ন্যায়সঙ্গত দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন,“হেফাজতে ইসলাম শুধুমাত্র ইসলামের মর্যাদা রক্ষা এবং ধর্মীয় অনুভুতির স্বার্থে কিছু কর্মসূচি দিয়েছে। এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। সরকারের উচিত তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেয়া। আমি বিশ্বাস করি, হেফাজতে ইসলামের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এখানে আমার দলের নেতাকর্মীরাও তাদের সহযোগিতা করবেন। আশা করি সরকারের পক্ষ থেকেও শান্তিপূর্ণ এই অবরোধ কর্মসূচিতে সহযোগিতা করা হবে।”
একইসঙ্গে তিনি হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে হতে পারেÑ সে ব্যাপারে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “পবিত্র ইসলাম এবং মহানবী সা. এর প্রশ্নে হেফাজতের দাবির প্রতি আগেও আমাদের পূর্ণ সমর্থন ছিল, এখনো তা আছে। আলাপ-আলোচনার মাধ্যমেই হেফাজতে ইসলামের ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে আমি সরকারের প্রতি আবারো অনুরোধ জানাচ্ছি।” সূত্র:নতুনবার্তা ডটকম
Jatiyo-Party Website
বিষয়: বিবিধ
৮১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন