আওয়ামী-লীগের আত্নসন্মানের অহংকার

লিখেছেন লিখেছেন সাদিয়া পারভীন হাবিবা ০২ মে, ২০১৩, ১২:১৫:৩৩ রাত

সাভারে কারিগরি ও প্রযুক্তি দিয়ে সহায়তা করতে আধুনিক যন্ত্রপাতিসহ তাদের উদ্ধার টীম পাঠাতে চেয়েছিলো ব্রিটেন; বাংলাদেশ সরকার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। বৃটিশ পত্রিকা টেলিগ্রাফে যখন এই খবর প্রকাশ হলো http://tinyurl.com/cvd6t9b)" target="_blank" target="_blank" rel="nofollow">The Daily Telegraph তখন আওয়ামী পন্থী বুদ্ধিজীবীরা প্রথমে বললেন এই খবর মিথ্যা, এটা ডেভিড বার্গম্যানকে ঘুষ দিয়ে জামাতের লোকজন ছাপিয়েছে। যখন টেলিগ্রাফের সংবাদে জানা গেল যে এই বিষয়ে রাষ্ট্রীয় পর্যায়ে যোগাযোগের ডক্যুমেন্ট তাদের কাছে আছে, তখন কেইসটা প্যাঁচ খেয়ে গেল।

এইবার নতুন জবাব তৈরী হলো। দেশের মান সম্মানের এবং অন্য দেশের কাছে মাথা নত না করার গীত গাইতে শুরু করলেন 'পিলার বাবা', 'পাউডার বাবা', মন্ত্রী থেকে শুরু করে সেই একই বুদ্ধিজীবী সম্প্রদায়। কেউ কেউ আবার এটাও উল্লেখ করতে ভুললেন না যে, আমাদের উদ্ধার অভিযানের অভিজ্ঞতা বৃটিশদের চেয়ে অনেক উন্নত। আমাদের তুলনায় তো ওরা প্রায় প্রস্তর যুগে আছে... ম্যা.. ম্যা..ম্যা..। শুধু ভয়ঙ্কর সেই কয়দিন ফেসবুকে নিয়মিত স্ট্যাটাস দেখতাম 'পানি দরকার পানি দিয়ে সাহায্য করেন', 'টর্চ দরকার টর্চ দিয়ে সাহায্য করেন', 'অক্সিজেন দরকার চাঁদা তুলে অক্সিজেন নিয়ে আসেন', 'কংক্রিট কাটার দরকার', 'হাতুড়ি-বাটাল দরাকার', 'জেনারেটরের তেল শেষ'...।

মান সম্মানের গল্প যারা শোনালেন..., হে: হে: হে: তাদের বেশির ভাগই দ্বিতীয় শ্রেনীর ভ্রমণকারী হিসেবে বৃটেনে যেতে পারলে নিজেকে ধন্য মনে করেন। (এই দেশের পাসপোর্ট দেখলে যে হিথ্রোতে আলাদা লাইনে দাঁড় করায় এইটা নিশ্চই জানা আছে)। খয়রাতী সাহায্যের জন্য প্যারিস কনসোর্টিয়ামে গিয়ে নাকে খত আর বিশ্ব ব্যাংকের সামনে গিয়ে কানে ধরে উঠবস করা তো প্রতি বছরের চিত্র। এমন কী আমেরিকা ও পশ্চিমা বিশ্বে তৈরী পোষাকসহ বানিজ্য সুবিধার জন্য পায়ে ধরতেও আমাদের এই গন্যমান্য...জঘন্য নেতাদের বাধে না। উনাদের মান সম্মান চলে যায় বৃটিশ উদ্ধারকারী দলের থার্মাল স্ক্যানারের মত উন্নত যন্ত্রপাতি দিয়ে মানুষের জীবন রক্ষা করতে।

আজ যদি বৃটিশরা উদ্ধারকারী দলের পরিবর্তে ত্রান বোঝাই প্লেন পাঠাতো, তাহলে আর আপত্তি থাকতো না। ১৯৭৪ এর কম্বল চুরির মত সেই ত্রান লুট করার মচ্ছব পড়ে যেত।

আসলে এদের ইতিহাসটাই এমন।

বিষয়: বিবিধ

১১১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File