বিশ্বব্যাপী হাসির পাত্র স্বরাষ্ট্রমন্ত্রী
লিখেছেন লিখেছেন সাদিয়া পারভীন হাবিবা ২৫ এপ্রিল, ২০১৩, ০৯:২৯:৫৮ রাত
সম্প্রতি সাভারে ভবন ধ্বসের ঘটনায় বিবিসিকে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্যে শোকের ছায়ার মধ্যে অট্টহাসির কাণ্ডে হাসির পাত্রে পরিণত হয়েছেন স্বয়ং তিনি নিজেই। ইতি মধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মহল থেকে বিষয়টি নিয়ে তোলপাড় স্বয়ং আওয়ামীলীগের মধ্যেই। শুধু এই বক্তব্যই নয় ইতি পূর্বে একই জাতীয় বক্তব্যে সমালোচনার স্বীকার হয়েছেন কয়েকবার। নিজ দলের অনেক প্রভাবশালী নেতারাও বক্তব্যটি নিয়ে হাসাহাসি করছেন। ফেসবুক, টুইটারসহ বিশ্বের বিভিন্ন সামাজিক সাইটগুলোতেও ইতি মধ্যে ব্যাপক সাড়া পরেছে মন্ত্রীর দেওয়া বক্তব্য। বুধবার রাতে বিবিসিতে প্রচারিত সাক্ষাত্কারে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, মৌলবাদী বিএনপির কিছু ভাড়াটে হরতাল সমর্থক সাভারের ভবনটির ফাটল ধরা দেয়ালের বিভিন্ন স্তম্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করেছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি বলেন, ভবনটি ধসে পড়ার পেছনে সেটাও একটি সম্ভাব্য কারণ হতে পারে। স্তম্ভ ধরে নাড়াচাড়া করলে তাতে ভবনটি ধসে পড়তে পারে কিনা জানতে চাইলে বিবিসিকে মখা আলমগীর বলেন, ভবন ধসে পড়া সম্পর্কে আপনাকে একথাও মনে রাখতে হবে যে ধসে পড়া ভবনের কোনো অংশ নিয়ে নাড়াচাড়া করলে অন্য অংশের ওপর এর প্রতিক্রিয়া পড়ে। তবে একইসঙ্গে মন্ত্রী বলেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ইমারত নির্মাণের নিয়ম কানুন যথাযথ অনুসরণ করা হয়নি বলেই এই দুর্ঘটনা ঘটেছে। আগের দিনের ফাটলের পরে সেখানে কাজ করতে যাওয়ার জন্য মাইকে ডাকা ঠিক হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কতিপয় লোক সেখানে গেছেন এবং আমাকে বলা হয়েছে তারা তাদের মালামাল পুনরদ্ধারের জন্য সেখানে গেছেন। মন্ত্রী জানান, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তারপরই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মালিক স্থানীয় আওয়ামী লীগের নেতা হওয়ায় তার বিরদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না বলে মানুষের ধারণা-এ সম্পর্কে জানতে চাইলে মখা আলমগীর বলেন, তদন্তে যদি প্রমাণ পাওয়া যায় যে কারো অবহেলার কারণে এখানে মৃত্যুর ঘটনা ঘটেছে তাহলে দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে, মালিকের যে পদক্ষেপ নেয়ার কথা ছিল তা তিনি নেননি। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে কোনো দলের সঙ্গে সংশ্লিষ্টতার আলোকে কিংবা নাশকতার ঘটনা ঘটে থাকলে কাউকেই রেহাই দেয়া হবে না। অপরাধী অপরাধী হিসেবেই বিবেচিত হবে। আর মন্ত্রীর দেওয়া এই বক্তব্য প্রচারের কয়েক মিনিটের মধ্যেই শোকের মাতমে হাসির ফোয়ারা বেরিয়ে আসে স্বয়ং নিজ দলে। তার এই বক্তব্যে কয়েকজন মন্ত্রীর কাছে জানতে চাইলে তারা মন্তব্য করতে রাজি হননি। তবে বিষয়টি হাস্যকর বলে জানান নাম প্রকাশ্যে অনেচ্ছুক মন্ত্রীরা।সূত্র Link
বিষয়: বিবিধ
১৫২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন