গনতন্ত্র কবে ফিরে আসবে??
লিখেছেন লিখেছেন সাদিয়া পারভীন হাবিবা ২৪ এপ্রিল, ২০১৩, ০৫:১৮:২০ বিকাল
স্বাধীনতার ৪২ বছর পেরিয়েছি আমরা। এই ৪২ বছর পরে এখন মানুষ কেন এভাবে জাতিকে বিভক্ত করছে তা আমার বোধগম্য নয়। যারা স্বাধীনতার "স্বপক্ষ শক্তি" কথাটা ব্যাবহার করে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে স্বাধীনতার বিপক্ষ শক্তি কারা......? আর যদি বিপক্ষ শক্তি থেকেই থাকে তাহলে দীর্ঘ ৪২ বছর ধরে তারা কিভাবে টিকে আছে? আর এই দেশে বসবাস করে অথচ এই দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না তারা দেশদ্রোহী হতে পারে। কি করে স্বাধীনতার বিপক্ষ শক্তি হয়?এটাও আমার জানা নাই। এখন যদি মুক্তিযুদ্ধে যিনি অংশ নিয়েছেন তারা স্বপক্ষ আর যারা অংশ নেননি তারা বিপক্ষ হবেন এমনটিও কথা নাই। আর স্বাধিনতা ও সার্বভৌমত্বের প্রতি আস্থা ও বিশ্বাস বলতে কি বুঝানো হয় আসলে এই বিষয়টিও এখন পরিষ্কার নয়। বর্তমানে দেশের রাজনৈতিক সহিংসতা আর ক্ষমতাবাজি র ফলে বহু আগেই এদেশ এর উপর থেকে আস্থা উথে গেছে তরুন প্রজন্মের, আজও তরুন প্রজন্মরা নিশ্চিত হতে পারছে না কে আসলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলো? জানতে পারছে না স্বাধীনতার আসল ইতিহাস। এর ফলে দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে গেলেও তরুন প্রজন্ম নড়ছে না, কেউ দেশের কথা ভাবছে না তাহলে কি এইসব তরুন প্রজন্ম রাও স্বাধীনতার বিপক্ষ শক্তি.....................???? বাংলাদেশে রাজনৈতিক দলের দ্বিধা বিভক্তিতে পরে এখন মানুষ স্বাধীনতাকেও ভাগ করছেন। কোনদিন না যেন তারা দেশটাকেই ভাগ করে ফেলে.........যারা স্বাধীনতার স্বপক্ষ ও বিপক্ষ শক্তি কথাটা ব্যবহার করে থাকেন তাদেরকে বলব দয়া করে এইসব কথা উচ্চারন থেকে বিরত থেকে বরং আসুন দেশের এই ক্রান্তি লগ্নে সকলে মিলে দেশটাকে গড়ি। যেই লক্ষ আর উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধিন হয়েছে সেই লক্ষ বাস্তবায়নে সকলে মিলে কাজ করি। দেশ গড়া আর রাষ্ট্র গড়া আর গনতন্ত্র প্রতিষ্ঠা করাই হোক আমাদের চ্যালেঞ্জ।
বিষয়: বিবিধ
১২৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন