"প্রবাসী লেখক ফোরাম" এর আত্ব-প্রকাশ

লিখেছেন লিখেছেন প্রবাসী মিয়াজী ২৫ এপ্রিল, ২০১৩, ০৪:৩২:২৮ রাত

সৌদি আরবে অবস্হানকারী বাংলাদেশেী কবি-সাহিত্যিক,সাংবাদিক,কলামিষ্ট, ইতিহাসবিদ, ব্লগার, আইটি বিশেষগ্গ সহ সকল প্রকার কলমযোদ্ধাদের একত্রিকরনে ও সময়ের চাহিদার আলোকে একটি সু-চিন্তিত ও সম-মনাদের সমন্বয়ে গঠিত "প্রবাসী লেখক ফোরাম। যেখানে থাকবে আমাদের বিশ্বাসের মূল্যবোধ, আমাদের মৌলিক সংস্কৃতি, চিন্তা-চেতনা, আমাদের স্বাধীনতা, আমাদের ইতিহাসও আত্বপরিচয়।

গবেষনাধর্মি এই মিলন মেলায় একাত্ব হয়ে যারাই কাজ করতে চান, সেইসব ভাইদের প্রতি বিনিত অনুরোধ অচিরেই আপনার সদস্যপদ নিশ্চিত করুন। আপনার মূল্যবান মেধা-যোগ্যতা ও অভিগ্গ আমাদের এই ক্ষুদ্র আয়োজনকে সমৃদ্ধ করবে বলেই আমাদের দৃড়বিশ্বাস। তাই দেরি নাকরে উল্লেখিত ভাইদেরকে আমাদের নিম্ন কন্ট্রাক্ট নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি >>> ০৫৮০৮৪৯৮০৫/০৫৬৬১১৪৬২০/০৫৪০০৭৬০৩৮

বিষয়: বিবিধ

১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File