আমরা শোকাহত, ব্যথিত, মর্মাহত
লিখেছেন লিখেছেন প্রবাসী মিয়াজী ২৪ এপ্রিল, ২০১৩, ১১:২২:০৫ রাত
আজ আমি-আপনি সহ সারা দেশবাসি বিভিন্ন মিডিয়ায় অপলোকে দৃষ্টি রেখেছে সাভারের সেই ঘটে যাওয়া "রানা প্লাজার" ট্র্যাজেডির শত লাশের মিছিলের পানে। এখন মিটিং-মিছিল নয়, রাজনীতি নয়, কোনপ্রকার ছল-চাতুরি নয়, শুধুই মানবিক দায়ীত্ব বোধ। আমাদের নিজস্ব এনজিও অর্থাত স্বাস্হকর্মিদের পাশাপাশি একেঅন্যকে সাহায্য-সহযোগীতা করা। কারন লাশ উদ্ধারে আমাদের তেমন কোন আধুনিক যন্ত্রপাতি নেই, যা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে,,,,,, আসুন এই মুহুর্তে শুধুই মানবিক কর্মির ভুমিকায় নিজেদের উতসর্গ করি।
বিষয়: বিবিধ
১০৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন