স্বপ্ন দেখি অসুস্থ জাতিকে সুস্থ করার!

লিখেছেন লিখেছেন অপ্রিয় কোলাহল ০৪ আগস্ট, ২০১৩, ০৩:১৩:১৫ দুপুর

এক্কেবারে ছোটবেলায় ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, তারপর একসময় শিক্ষক, একসময় আইনজীবী, একসময় গণিতজ্ঞ, একসময় পদার্থবিদ হওয়ার, একসময় আইটি অথবা ইংলিশে পড়ার এবং সবশেষের ইচ্ছাটা ছিল ইন্ঞ্জিনিয়ার হওয়ার। সেটাই টার্গেট করে কোচিং ও করলাম। কিন্তু, বিধিবাম। স্থান হল কৃষিবিদ হওয়ার একটা জায়গায়। যদিও ইউনিভারসিটিটার সবকিছুই সুন্দর, তবুও, নিজেকে মানসিকভাবে সেট করতে না পেরে ২য় বারে মেডিকেলের জন্যে নিজেকে তৌরি করলাম। আল্লাহ বোধ হয় এখানেই রিজিক রেখেছিল। তাই, শেকরেই ফিরে আসা। বাবার ইচ্ছাটাও এরকম ই ছিল। এখন

স্বপ্ন দেখি অসুস্থ জাতিকে সুস্থ করার!

বিষয়: বিবিধ

১২৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File