শুভবুদ্ধি নির্বাসনে

লিখেছেন লিখেছেন ফারুক হোসেন ১৪ ডিসেম্বর, ২০১৩, ০৯:২৯:২৪ রাত

বর্তমান সরকার ও সরকার সমর্থকদের ধন্যবাদ। তারা সফলভাবে দেশটাকে বিভক্ত করতে সক্ষম হয়েছেন। চলছে গুলি , ফাটছে ককটেল, কাটা পড়ছে গাছ, মরছে মানুষ , পুড়ছে গাড়ি। এটাই আজকের বাংলাদেশের নিত্ত নৈমিত্তিক ঘটনা।

যে গণতন্ত্রে একজন সুশীলের (?) ভোটের মূল্য এক দীন মজুর , কৃষক , রিক্সাচালকের ভোটের চেয়ে মূল্যবাণ হয় , সে গণতন্ত্রের পরিণতি এমনটাই তো হবে। নাকি আমরা ভিন্ন কিছু আশা করেছিলাম?

বর্তমান প্রজন্ম আরেকটি মুক্তিযুদ্ধ করতে চেয়েছিল। যুদ্ধ শুরু হয়ে গেছে। দেশে এখন আর পাকিস্তানি বাহিনী নেই। আছে চেতনাধারী ও চেতনা বিরোধি। বাঙালি ও বাংলাদেশি। টিভিতে মিডিয়াতে দেশাত্মবোধক গান বাজছে। ৭১ ফিরে এসেছে। দেখা যাক এই ভ্রাত্রিঘাতী যুদ্ধে জয়ী হয়ে ক্ষমতার মসনদ পাকাপোক্ত হয় নাকি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

বিষয়: বিবিধ

১০০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File