মৃত্যুঞ্জয়ী গাজা
লিখেছেন লিখেছেন আবু হাইছাম ০৬ আগস্ট, ২০১৪, ০৫:১৫:৫৫ বিকাল
পথের অলিতে গলিতে-মৃত্যু কঠিন;
সবকিছুর ধ্বংসের হুঙ্কার– ব্জ্র কঠিন।
চারিদিকে শুধু বিদায়ের আয়োজন,
ক্ষুদে আগ্নেয়গিরির বিকট গর্জন।
তপ্ত লালের নব নব ঝর্ণাধারা যায় বয়ে,
অনন্ত ক্ষুধা বুকে হায়েনারা আসছে ধেয়ে।
তিলে তিলে গড়া এ জনপদ-সহস্র বছরের,
আজ?লাশের স্তুপ আর দলিত মথিত বাড়িঘর।
বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্ব, বিশ্ব মানবের মানবতা,
পোপের শান্তি বানী আর জাতিসংঘের নিরাপত্তা,
ওসবের অস্তিত্ব মিলেনি কোন প্রান্তেই-এ জনপদের,
শুধু মিলেছে সম্মিলিতভাবে-এ পরিচয়ের জাতি ধ্বংসের।
ঈমানের লেলিহান শিখা-দৃপ্ত অনড়,
শত সহস্র বোমা আর বাধায় নেই ধ্বংস-চির অমর।
শিখিয়ে দিচ্ছে গাজাবাসী-দিকহারা,নিজহারা,পরমুখী রাজ জাতিকে
ভুলে যাওয়া ইতিহাসের আসল সবক-বিস্মিত বিশ্বকে।
মরণ যাদের অনেক প্রিয়, জীবনের চেয়ে
পরাজয় নেই কভু তাদের,যাবেই জীবনের গান গেয়ে।
বিষয়: বিবিধ
৯৯৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন