হায় মুন্নি সাহা! বিখ্যাত হবার বিকৃত নেশা
লিখেছেন লিখেছেন নির্ভীক সৈনিক ওমর ১০ মে, ২০১৩, ১১:২৩:৫৮ রাত
মুন্নি সাহা, বাংলাদেশের গণমাধ্যমের এক যুগান্তকারী আবিষ্কার। একজন নারী হয়েও সে বাংলাদেশের মত একটি দেশে সংবাদ পরিবেশনের যে রিভল্যূশন ঘটিয়েছিল, সেটা সত্যি আমাদের অবাক করে! সংবাদ পরিবেশনও যে একটা আর্ট, সেটা বাংলাদেশের মানুষ মুন্নি সাহাকে দেখেই বুঝতে পেরেছিল। সেই সময় এখনকার মত ঘরে ঘরে ক্যাবল ফ্যাসিলিটি এভেইলএবল ছিল না বিধায় মুন্নি সাহা ছিল আমাদের মত মানুষের কাছে সাক্ষাৎ অগ্নিকন্যা। এই সেই মুন্নি সাহা যে কিনা তত্ত্বাবধায়ক সরকারের আমলে সৈরাচারী সেনা শাসক হুসেইন মুহাম্মদ এরশাদকে শত শত মিডিয়ার সামনে লাইভ "বিশ্ব বেহায়া" ডেকেছিল।
আজ সেই মুন্নি সাহা শুধুমাত্র একটা কলঙ্কের নাম মাত্র। একজন ফেইমস্ল্যাট!
একজন সংবাদকর্মী কেমন করে প্রায় মৃত্যুপথযাত্রী একজন মানুষের মুখের সামনে মাইক্রোফোন নিয়ে জিজ্ঞেস করে, "এই যে শুনছেন, এই মূহুর্তে আপনার অনুভূতি কি"? কিসের জন্য সে এসব করছে? আমরা তো একজন মৃত্যুপথযাত্রী মানুষের অনুভূতি শুনতে চাই নি! আমার ওই মৃত্যুপথযাত্রী মানুষের জীবন ভিক্ষা চেয়েছি।
বিষয়: বিবিধ
১৩৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন