কিছু নামধারী বুদ্ধিজীবী
লিখেছেন লিখেছেন নির্ভীক সৈনিক ওমর ৩০ এপ্রিল, ২০১৩, ০১:৪৭:৫৬ রাত
১/ যখন ধর্ম নিয়া কতগুলা বুদ্ধি প্রতিবন্ধী চটিবাজী করলো তখন তাহারা চুপ ছিল যখন প্রকাশ্যে অশ্লীলতা, ব্যভিচার বাড়িয়া গেল তখনও তাহারা চুপ ছিল যখন মিডিয়াতে প্রতিনিয়ত ধর্মকে কলুষিত করা হতো তখনও তাহারা চুপ ছিল যখন দাড়ি টুপি ধরে ধরে জেলে ঢুকানো হল তখনও তারা চুপ ছিল কিন্তু যখনি একটা অরাজনৈতিক সংগঠন আসিয়া এইসকল অপকর্মের প্রতিবাদ করা শুরু করিল তখনি তারা জাগিয়া উঠিয়া প্রতিবাদীদের বলিল এরা জঙ্গী, এরা ইসলামের শত্রু!! এরা কারা? এরা হল চুন্নী আর কুলামা লীগ। তাহারা কখনো কুকর্মের প্রতিবাদ করাতো দূরের কথা যারা এখন প্রতিবাদে নামছে তাদেরই জঙ্গী আখ্যা দিয়ে দাবাইতে চায়। কিউরিয়াস মাইন্ডস ওয়ান্টস টু নো প্রকৃত ইসলামের শত্রু কারা??
২/ কয়্দিন আগে ভেন্ডিয়ায় একটা ফেসওয়াশের এড বাইর হইছে যাতে দেখায় মডেলের গালে পিম্পল থাকায় মডেল স্কার্ফ দিয়ে মাথাটাকে হিজাবের মতো। এক সময় মডেলের বান্ধবী ঐ স্কার্ফটা টান দিয়া খুলে আর তার গালের পিম্পল দেখে বলে ও এইজন্যই স্কার্ফ? অর্থাৎ বুঝায় গালে পিম্পল থাকার কারণেই মডেল স্কার্ফ মাথায় দিয়েছে। ঐ এডটা এখন বাংলাদেশেও ডাবিং করে দেখায়। কিন্তু স্কার্ফ পড়া আর টান দিয়ে খোলার অংশ বাদ দিয়ে। নয়তো মানুষ এই সিন নিয়েও হাঙ্গামা বাধাবে। আচ্ছা, এই এড যদি আরো ২ মাস আগে দেখাতো তাহলে কি কেটে দেখাতো? কখনোই না! এডের আড়ালে সুন্দরভাবে স্কার্ফকে ব্যঙ্গ করা হতো। এইসব হয়েছে কার দয়ায়?? হেফাজতে ইসলামের দয়ায়......
কার্টেসী ফ্রম সুলতান মাহমুদুর রহমান
বিষয়: বিবিধ
১২১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন