রক্তচোষা
লিখেছেন লিখেছেন নির্ভীক সৈনিক ওমর ২৯ এপ্রিল, ২০১৩, ০২:০৯:৪৪ রাত
হাতিরঝিলে ঢোকার মুখেই সেই দারুন উঁচু বিল্ডিংটা।বুক টান টাক করে দাঁড়িয়ে আছে।আশেপাশে কোনো বিল্ডিং নেই বলে, এটাকে একটু বেমানান দেখায়।সো হোয়াট? বিল্ডিংটা তো সুন্দর।বিল্ডিংয়ের মাথায় একটা ছোট্ট রেষ্টুরেন্ট। আজকাল এই একটা ফ্যাশন হয়েছে।উচুঁ ভবণের ছাদে রেষ্টুরেন্ট থাকে।এর একটা গালভরা নামও আছে, ''রুফটপ'' রেষ্টুরেন্ট। বড়লোকি কারবার।তবে রেষ্টুরেন্টটা ভালো। চারিদিকে কাঁচের দেয়াল। গোটা ঢাকা শহর খুব ভালো করে দেখা যায়।ঠান্ডা, ঠান্ডা; কুল, কুল; দারুন পরিবেশ।- স্যার, অর্ডার দেবেন না?একজন বেয়ারা এসে দাঁড়ালো। চেহারাটা চেনা চেনা লাগছে। কিন্তু ঠিক চিনতে পারলাম না।বেয়ার আবার বলল, স্যার, অর্ডার দেবেন না?আমি বললাম, তোমাদের মেন্যু কার্ড নাই?বেয়ারা হেসে বলল, আছে তো? এই যে নেন। বলে মেন্যুকার্ড বাড়িয়ে দিল।মেন্যুকার্ডে চোখ বুলিয়ে প্রথম আইটেম দেখে চমকে উঠলাম।''দি সাভার চিলি ভুনা''।আমি হতভম্ব হয়ে গেলাম, এটা কি?বেয়ারা হেসে বলল, স্যার, এইগুলো সাভার থেকে এসেছে। একদম টাটকা। এটা পছন্দ না হলে পরের আইটেমে যেতে পারেন।পরের আইটেমে চোখ বুলাই।''দি তাজরিন ফ্রাইড মাশালা।''আমি ভয়ে কাঁপতে থাকি। কি এটা?স্যার, এই আইটেমটা ভালো। বেশ ঝালকিন্তু মজা পাবেন। কথাটা বলে বেয়াড়া হাসে।আমি ঢোক গিলতে থাকি।বেয়াড়া বলে, স্যার, 'শাহী স্পেকট্রাম ভুনা' একটু ট্রাই করে দেখতে পারেন। আপনার ভালো লাগবে।আমি বলি, আমাকে এক গ্লাস পানি দিতে পারেন?বেয়াড়া হেসে বলে, স্যার, ড্রিংক বলতে একটা আইটেমই আছে ''সল্টেড ওয়াটার''। একদম খাঁটি চোখের পানি,কোনো কিছু মিশানো হয় নাই। একটু বরফ দিয়ে দেবো স্যার?আমি জ্ঞান হারানোর আগে বেয়ারার দিকে তাকাই। তাকে হঠাৎ চিনতে পারি। কাঁপা কাঁপা গলায় বলি, আপনি সোহেল রানা না?সে হেসে বলে, না স্যার, সোহেল রানা বলে কেউ নেই। সব মিডিয়ার সৃষ্টি।
বিষয়: বিবিধ
১২০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন