#সাভার হত্যাকান্ড

লিখেছেন লিখেছেন নির্ভীক সৈনিক ওমর ২৪ এপ্রিল, ২০১৩, ০৭:৪৫:০৩ সন্ধ্যা

রাতের অন্ধকারে ছিনতাইকারীর হাতে নিহত কিংবা দিনে দুপুরে রাজনৈতিক সহিংসতায় মৃত্যুকে হত্যা-খুন বলে আমরা ধিক্কার দেই। কিন্তু যখন লোকচক্ষুর সামনে রাজনৈতিক প্রভাববলয় খাটিয়ে অতি লাভের আশায় নিম্নমানের ভবনে উচ্চচাপের সরঞ্জামাদি রেখে ফলাফলসরূপ মানুষকে হত্যা করা হয় তখন তাকে আমরা হত্যা বলতে কার্পণ্যবোধ করি। হ্যাঁ, এটিও একধরনের হত্যা। এবং এটি সাধারন হত্যার চাইতেও নেক্কারজনক। কারণ এতে নিরীহ জনগণের অর্থনৈতিক দুর্বলতাকে পুঁজি করে তাদের হত্যা করা হয়। এবং আমরা কেউই এর দায়িত্বহীনতা থেকে মুক্ত নই। জুলুমের প্রতিবাদ না জানিয়ে চুপকরে বসে থাকা ভবিষ্যত হত্যার সাথে পরোক্ষভাবে নিজেকে যুক্ত করারই শামিল।

বিষয়: বিবিধ

১১২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File