ঈদের দিনেও গাজায় বোমা হামলা
লিখেছেন লিখেছেন নাগরিক ২৮ জুলাই, ২০১৪, ০৮:৩৬:৫১ রাত
আজকের এই ঈদের দিনেও গাজায় হামলা করেছে ইসরায়েল। আমাদের লাখ লাখ মুসলিম ভাই-বোনের ঈদের আনন্দ আগেই মাটি করে দিয়েছে ওরা।বর্বরতায় প্রথম স্থান অধিকার করেছে অনেক আগেই। আর আজকে নিজেদের রেকর্ড নিজেরাই আবার ভেঙ্গে নতুন করে গড়ল তারা। আর আমরা এখনও তাদের পণ্য প্রীতি ছাড়তে পারছি না।আরে আমরা মুসলিমরা তো সেই জাতি যারা নিজেদের ১০ গুন সৈন্যর বিরুদ্ধে বিজয় ছিনিয়ে আনত। আর আজকে আমরা কী করছি। আমাকে রক্ত দিতে হবে,খালি কয়েকটা পণ্য বাদ দিতে হবে। তাতেই আমাদের এই অবস্থা...
ভাই আমরা যখন এক ছিলাম তখন সারা পৃথিবী আমাদের দেখে ভয় পেত। চলুন আরেকবার এক হই।বর্জন করি ঈহুদীদের। দেখিয়ে দেই আমাদের একতার শক্তি। এমন শিক্ষা দেই যেন আগামী ৫০ বছর মুসলিমদের নামে ছোট্ট কটুক্তি করতেও ওরা ৩বার ভাবে। মনে রাখবেন বর্তমান পৃথিবীকে তরবারী চালায় না, চালায় অর্থনীতি।
বিষয়: বিবিধ
১৩১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন