ভাই থামেন,আর গাজা গাজা বলে চেচায়েন না
লিখেছেন লিখেছেন নাগরিক ২৫ জুলাই, ২০১৪, ০৪:০৩:৫০ বিকাল
ইদানিং হঠাৎ দেখতেসি গাজা নিয়ে ফেসবুকে চেচামেচি হচ্ছে। #supportGaza টাইপের পোস্ট থেকে শুরু করে চল ফিলিস্থিনে যেয়ে যুদ্ধ করি পর্যন্ত। কিন্তু কাজের কাজ হচ্ছে ঘোড়ার ডিম। ভাই #supportGaza লিখে পোস্ট দিলে আর প্রোফাইল পিক পরিবর্তন করলেই কি সত্যিকার অর্থে গাজাকে সাপোর্ট দেয়া হয়। এই সময় আমাদের জন্য যেটা উচিত সেটা হল
১. সচেতনতা তৈরি করা: এটা সফলভাবে সম্পন্ন হচ্ছে।
২. সমস্ত মুসলিমের এক হওয়া: আমরা এতটাই একতাবদ্ধ যে সারাদিন তারাবীর নামাজ ৮ নাকি ২০ রাকাত,আমীন জোড়ে বলব না আস্তে বলব,হাত নাভীর উপরে বাঁধব না নিচে এইসব নিয়েই পড়ে থাকি। আর শুধু তাই না। এর জন্য অনেক সময় আমার বিরুদ্ধ মতবাদ অবলম্বনকারীকে কাফির পর্যন্ত বলি। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু আমরা এখানে পুরোপুরি ব্যর্থ।
৩. আল্লাহর কাছে ফিলিস্তিনিদের জন্য দুআ করা: নামাজ পড়ার পর কতজন দুআ করেন আল্লাহর কাছে ফিলিস্তিনিদের জন্য আল্লাহই ভাল জানেন। "Plz, Allah save GAZA" লিখে পোস্ট দেয়া আর নামাজ পড়ে বা অন্য কোন আমল করে একাকি আল্লাহর কাছে দু'আ করা এক না। দ্বিতীয়টা অনেক বেশি কার্যকর। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু আমরা যথেষ্ট সফল না। জুমুআয় মসজিদে দুআ হয়, অনেকে নামাজে দুআ করেন,কিন্তু সবাই না।
৪. মোটিভেশন অক্ষুন্ন রাখা: এই পদক্ষেপটাও সফলতার সাথে পালিত হচ্ছে। অন লাইনে আমাদের যতটা এক্টিভ থাকা দরকার তার চেয়েও অনেক বেশি আছি।
৫. ফিলিস্তিন দূতাবাসে সাহায্য প্রদান: ফিলিস্তিন দূতাবাস আর্থিক সাহায্য গ্রহণ করছে।আমাদের কতজন তাতে অংশ নিচ্ছি?
৬. ইসরায়েলি পণ্য বর্জন করা: অনেকে করেছেন। তবে এখনও বেশির ভাগ-ই করেন নি। ঈহুদীদের থামাতে হলে ওদের স্বার্থে আঘাত করুন। এটা সবচেয়ে গুরুত্বপুর্ণ পদক্ষেপ। অথচ আমরা চুপ মেরে আছি।
ভাই থামেন,আর গাজা গাজা বলে চেচায়েন না।কারণ, খালি চেঁচালেই গাযা মুক্তি পাবে না। যদি আপনার বর্ষণ গর্জনের সমানুপাতিক হয় তাইলেই চেঁচান। নাহলে এটা প্রমাণ করার দরকার নাই যে, আমাদের যত গর্জে তত বর্ষে না। ঈহুদিরা এটা এমনিতেই জানে। কোকোকোলা-পেপসি খেতে খেতে "সেভ গাজা" লিখে পোস্ট দিলে গাজা উদ্ধার হয়ে যাবে না।
বিষয়: বিবিধ
১৫৩৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কুদনে রোদনে জাগিয়েছি নগর
প্রতিবাদের মিছিলে আমি নাই,
সামান্য দানে হাজারো গজর্ন
বক্ততা, মিলাদে শুধু ভাই।
মন্তব্য করতে লগইন করুন