কেন বিজ্ঞান দিয়ে ইসলামকে পুরোপুরি পরীক্ষা করা সম্ভব না?: ২য় পর্ব

লিখেছেন লিখেছেন নাগরিক ১৮ আগস্ট, ২০১৩, ০৯:২৬:০৩ সকাল



যে কারণে বিজ্ঞান ধর্মের সকল বিষয় (যেমন: ফেরেশতা, জ্বীন,পরকাল) সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে ব্যর্থ:

প্রথম পর্বের পর ...........

২) বিজ্ঞানের পরিবর্তনশীলতাঃ বিজ্ঞান পরিবর্তনশীল। মারাত্মকভাবে পরিবর্তনশীল। এক সময় বিজ্ঞান বলত স্থির পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত হয় সূর্য, গ্রহ, উপগ্রহ। এরপর আবার সে বলল, না, পৃথিবী ঘোড়ে স্থির সূর্যকে কেন্দ্র করে। এখন সে বলছে, না, পৃথিবী ঘুরছে ঘূর্ণায়মান সূর্যকে কেন্দ্র করে। কিন্তু, কুরআন ১৪০০ বছর আগে বলেছে পৃথিবী ঘুরছে ঘূর্ণায়মান সূর্যকে কেন্দ্র করে। “তিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এবং তিনি সুর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। জেনে রাখুন, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।" [আল কোরান ৩৯:৫].আর এখন তাই। সুতরাং, যে মতবাদ কালে কালে সম্পূর্ণ ১৮০ ডিগ্রি কোণে ঘুরে যায়, কীভাবে তার উপর ভরসা করে অন্য কোন মতবাদকে নির্দ্বিধায় ভুল বলতে পারেন? হ্যাঁ, বিজ্ঞানের প্রমানিত সত্যগুলো সাধারণত দিক পরিবর্তন করে না। তাই, তার উপর ভরসা করলে করতে পারেন। তবুও পুরপুরি ভরসা সব সময় করা যায় না। যেমন হেগেন, ইয়ং সহ অনেকেই প্রমান করেছিলেন আলোর চলার জন্য ইথার নামক মাধ্যম প্রয়োজন। কিন্তু, আজকের বিজ্ঞান আবার প্রমান করেছে আলো চলার জন্য কোন মাধ্যম আবশ্যক নয়। বরং, শুন্য মাধ্যমে আলোর বেগ স্বচ্ছ মাধ্যমে আলোর বেগের চেয়ে বেশি। আবার স্বচ্ছ মাধ্যমে আলোর বেগ ঈষদচ্ছ মাধ্যমে আলোর বেগের চেয়ে বেশি। তাই, এমন হাজারমুখী মতবাদ প্রদানকারী বিজ্ঞান দিয়ে ধর্মকে কি পরীক্ষা করবেন? বিজ্ঞানের পরিবর্তনশীলতাঃ বিজ্ঞান পরিবর্তনশীল। মারাত্মকভাবে পরিবর্তনশীল। এক সময় বিজ্ঞান বলত স্থির পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত হয় সূর্য, গ্রহ, উপগ্রহ। এরপর আবার সে বলল, না, পৃথিবী ঘোড়ে স্থির সূর্যকে কেন্দ্র করে। এখন সে বলছে, না, পৃথিবী ঘুরছে ঘূর্ণায়মান সূর্যকে কেন্দ্র করে। কিন্তু, কুরআন ১৪০০ বছর আগে বলেছে পৃথিবী ঘুরছে ঘূর্ণায়মান সূর্যকে কেন্দ্র করে। “তিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এবং তিনি সুর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। জেনে রাখুন, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।" [আল কোরান ৩৯:৫].আর এখন তাই। সুতরাং, যে মতবাদ কালে কালে সম্পূর্ণ ১৮০ ডিগ্রি কোণে ঘুরে যায়, কীভাবে তার উপর ভরসা করে অন্য কোন মতবাদকে নির্দ্বিধায় ভুল বলতে পারেন? হ্যাঁ, বিজ্ঞানের প্রমানিত সত্যগুলো সাধারণত দিক পরিবর্তন করে না। তাই, তার উপর ভরসা করলে করতে পারেন। তবুও পুরপুরি ভরসা সব সময় করা যায় না। যেমন হেগেন, ইয়ং সহ অনেকেই প্রমান করেছিলেন আলোর চলার জন্য ইথার নামক মাধ্যম প্রয়োজন। কিন্তু, আজকের বিজ্ঞান আবার প্রমান করেছে আলো চলার জন্য কোন মাধ্যম আবশ্যক নয়। বরং, শুন্য মাধ্যমে আলোর বেগ স্বচ্ছ মাধ্যমে আলোর বেগের চেয়ে বেশি। আবার স্বচ্ছ মাধ্যমে আলোর বেগ ঈষদচ্ছ মাধ্যমে আলোর বেগের চেয়ে বেশি। তাই, এমন হাজারমুখী মতবাদ প্রদানকারী বিজ্ঞান দিয়ে ধর্মকে কি পরীক্ষা করবেন?

বিষয়: বিবিধ

২৪৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File