বিজ্ঞান তো ধ্রুব নয় তাহলে বিজ্ঞানময় আল-কুরআন কি ধ্রুব?

লিখেছেন লিখেছেন নাগরিক ২৯ জুলাই, ২০১৩, ০৫:০০:৩৫ বিকাল

গত কিছুদিন ধরে দেখছি কেউ কেউ বলছেন মুসলিমরা নাকি দাবী করে বিজ্ঞান-এর সবকিছুই নাকি কুরআন থেকে আসছে।কোন মুসলিম দাবী করেছে তা আমার জানা নাই। তবে, যেই দাবী করুক না কেন সে ছোট্ট একটা ভুল করে ফেলেছে। আল-কুরআনে কখনই বলা হয় নি যে বিজ্ঞানের সম্পূর্ণটাই কুরআন থেকে আগত।

সত্য কথা বলতে কুরআন কোন science(বিজ্ঞানের) বই না বরং signs(নিদর্শনের) বই। বিজ্ঞান শেখানোর জন্য কুরআন পাঠানো হয় নি। এটা পাঠানো হয়েছে মানব ও জ্বিনজাতির জন্য জীবনব্যবস্থার লিখিত ফরমেট হিসাবে। তবে এর মধ্যে বিজ্ঞানের যেসব কথা আছে তা নির্ভুল, সম্পূর্ণই নির্ভুল।

কিন্তু,বিজ্ঞান তো সময়ের সাথে পরিবর্তন হয়। তাহলে কুরআনও কি পরিবর্তিত হয়?না।কারণ,তার দরকার নেই। যেমন: ডারউইনের থিওরির সঙ্গে মানুষের উৎপত্তির কুরআনের বর্ণনাটা ঠিক মেলে না। এজন্য কুরআনের পরিবর্তিত হওয়ার দরকার নেই,ডারউইনের থিওরিই ভুল প্রমানিত হবে। বিশ্বাস না হলে nullClick this link

কিন্তু তবুও,১৪০০ বছর আগের একটা জীবনব্যবস্থা কীভাবে ধ্রুব থাকতে পারে? এটার উত্তরও খুব সহজ। আমি যখন প্রোগ্রামিং করি তখন দেখা যায় কম্পাইলার সেখানে ইরর দেখায়। বার বার ইরর ঠিক করতে করতে আমার প্রোগ্রামিংটা ঠিক হয়। ঠিক যেমন বিজ্ঞান বার বার ভুল তথ্য দেয়। পরে এক সময় ঠিক সিদ্ধান্তে পৌছায়। কিন্তু ঐ একই প্রোগ্রাম একজন ভাল প্রোগ্রামার করলে প্রথম বারেই সে তা মিলিয়ে দিতে সক্ষম হবে। ঠিক যেমন আল্লাহ একবারেই সঠিক জীবন-ব্যবস্থাটা দিয়েছেন আমাদেরকে। তবে পার্থক্য হল, আমার আর সেই প্রোগ্রামারের বুদ্ধির যে পার্থক্য তার চেয়ে অনেক বেশি পার্থক্য বিজ্ঞানীদের সম্মিলিত বুদ্ধির আর আল্লাহর বুদ্ধির। মনে রাখতে হবে বিজ্ঞানীগুলাকেও বুদ্ধি আল্লাহই দিয়েছেন। আল্লাহর বুদ্ধি মানুষের সম্মিলিত বুদ্ধির চেয়ে অসীম গুন বেশি। এটাই প্রধান কারণ অসীমকাল পর্যন্ত আল-কুরআন আপডেটেড থাকার। এটাই প্রধান কারণ অসীমকাল পর্যন্ত আল-কুরআন ব্যাকডেটেড না হওয়ার।

বিষয়: বিবিধ

২১৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File