হ্যাং হয়েছে কম্পিউটার,কি হবে তার প্রতিকার
লিখেছেন লিখেছেন নাগরিক ২৫ জুলাই, ২০১৩, ০৯:৫৫:২০ সকাল
হঠাৎ করে হ্যাং হল কম্পিউটার; এখন কী করবেন? হ্যাং বিভিন্ন কারণে হয়ে থাকে। তবে আজকে সফটওয়্যাজনিত কারণে হঠাৎ হ্যাং হলে কী করবেন তা বলে দিচ্ছি। তবে প্রথম কথা হল হ্যাংটা সফটওয়্যার জনিত কারণে হয়েছে না হার্ডওয়্যার জনিত কারণে হয়েছে তা বুঝবেন কিভাবে।
হ্যাং কী কারণে হয়েছে তা বুঝার উপায়:
হাং বিভিন্ন কারণে হয়ে তাকে। তবে এই সব কারণের মাঝে কিছু আছে হ্যার্ডওয়্যার জনিত কারণ আর কিছু আছে সফটওয়্যার জনিত কারণ। আপনার কম্পিউটার হ্যাং হবার পর Ctrl+Alt+Del চাপুন। যদি দেখেন কিছু সময়ের মধ্যে Task Manager চালু হয় তাহলে বুঝতে পারবনে এই হ্যাং এর কারণ সফটওয়্যার। আর যদি কিছু সময় বা অনেক সময় পরও চালু না হয় তাহলে বুঝবেন এর কারণ হল হ্যার্ডওয়্যার।
হ্যাং হতে রেহাই পাবার উপায়:
কম্পিউটার রিস্টার্ট দিলেই হ্যাং ঠিক হয়ে যায়। কিন্তু কম্পিউটার সুইচ টিপে রিস্টার্ট দেওয়া কী ঠিক? আর আপনি মনে করেন অনেকগুলো ফাইল চালু করে রেখেছেন। এখন যদি রিস্টার্ট দেন তাহলে তো ঐ ফাইলগুলোও সেইভ করতে পারবেন না। তাহলে উপায়? হ্যাঁ, উপায় আছে। এর জন্য আপনাকে Task Manager প্রোগ্রামটি চালু করতে হবে। আগেই বলেছি এর জন্য Ctrl+Alt+Del চাপতে হবে। তবে অনেক উপায়ে এটি চালু করা যায়। চালু হতে একটু সময় লাগলেও অপেক্ষা করুন। এবার Application ট্যাব এ যান। দেখুন Task এবং Status লিখা আছে এবং Task এর নিচে লিখা আছে সেই অবস্থায় চালু প্রোগ্রামগুলোর নাম। এবার দেখুন কিছু task এর পাশে Status এর নিচে Not Responding লিখা আছে। এবার ঐ সব প্রোগ্রামে রাইট ক্লিক করুন এবং Go to process এ ক্লিক করুন। এবার ঐ প্রোগ্রামের প্রসেসের উপর রাইট ক্লিক করুন এবং End process tree সিলেক্ট করুন। দেখবেন কিছু সময়ের মধ্যেই হ্যাং হতে মুক্তি লাভ করেছে আপনার কম্পিউটার। তবে যদি ঐ not responding প্রোগ্রামের process টি explore.exe হয় তাহলে ঐ প্রসেসটি বন্ধ করার পর File মেনু হতে New Task এ ক্লিক করুন এবং "." লিখে ok বাটনে ক্লিক করুন। দেখবেন আবার explore.exe ফাইলটি চালু হয়ে গেছে এবং আপনার কম্পিউটার হ্যাং হতেও মুক্তি লাভ করেছে।
বিষয়: বিবিধ
১৬৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন