যুক্তরাজ্য নিষিদ্ধ করছে পর্ণসাইট,আর আমরা?

লিখেছেন লিখেছেন নাগরিক ২৪ জুলাই, ২০১৩, ০৯:৩৩:৪১ রাত

যুক্তরাজ্যের ইন্টারনেট ব্যবহারকারীরা আগামী বছর থেকে কোনো পর্নোগ্রাফিক সাইট দেখতে পারবে না।দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দিয়েছেন এ ঘোষণা । যুক্তরাজ্যের সব ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এ বছরের শেষ নাগাদ তাদের গ্রাহকদের অনুরোধ জানাবে তারা যেন ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্টার সফটওয়্যারটি ইন্সটল করে নেয়।এতে কেউ আর ইন্টারনেটে পর্নোগ্রাফি দেখতে পারবে না।আর কেউ যদি সফটওয়্যারটি ইন্সটল না-ও করে, তাহলে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার ইনস্টল করে দেওয়া হবে। শুধু তাই নয়, চাইল্ড এক্সপ্লয়টেশন অ্যান্ড অনলাইন প্রটেকশন সেন্টারের (সিইওপি) বিশেষজ্ঞদের গোপন ফাইল শেয়ারিং নেটওয়ার্কগুলোর ওপর নজরদারি করার জন্য আরও ক্ষমতা দেওয়া হবে।ক্যামেরন এ ঘোষণা দিয়ে বলেন, পর্নোগ্রাফি শিশুদের জন্য ক্ষতিকর। এটি শিশুদের সুন্দর শৈশবকে কেড়ে নেয়। তাদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে।ক্যামেরনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন নারী সংগঠন এবং শিশু পর্নোগ্রাফির বিরুদ্ধে প্রচারাভিযান চালানো কয়েকটি সংগঠন।এ রকম একটি সংগঠন ‘অ্যান্ড ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন কোয়ালিশন-এর পরিচালক হলি ডাসটিন বলেন, এ ধরনের একটি ঘোষণা আসায় আমরা খুবই আনন্দিত।

আমাদের দেশে কি ঘটতে পারত না এমন একটা ঘটনা?আসলে স্বাস্থ্য নয়,ব্যাধিই ছোঁয়াচে।তাদের অপসংস্কৃতিগুলো হল ২১ শতাব্দির ফ্যাশন।আর সুসংস্কৃতিগুলো? ভিনদেশি আগ্রাসন?

বিষয়: বিবিধ

১৮২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File