কোনটা বড় যোগ্যতা? মেধা না অন্য কিছু?
লিখেছেন লিখেছেন নাগরিক ১৬ জুলাই, ২০১৩, ০৩:০৯:৩৪ দুপুর
আচ্ছা, আপনি কি মেধাবী?
- হ্যাঁ
-ভাল। আপনার বাবার কি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আছে?
- না!
-তাহলে আপনি কি নারী?
-না!
-উপজাতী অথবা প্রতিবন্ধি?
-না!
-অসুবিধা নাই।আপনার কি ক্ষমতাধর মামা চাচা আছে?
-না!
-ওহ্!আচ্ছা,আপনার বাবার ব্যাঙ্ক ব্যালেন্স কি স্বাস্থবান?
-তাও না!
তাহলে আপনার জন্য কিছু দুঃসংবাদ আছে, আপনি কি জানেন,বাংলাদেশে সরকারী চাকরীর ক্ষেত্রে ৫৫ ভাগ
বরাদ্ধ থাকে বিভিন্ন কোটায়। ৩০% মুক্তিযোদ্ধা কোটা, ১০%নারীদের জন্য, ১০% উপজাতী কোটা, ৫% প্রতিবন্ধী ও অন্যান্য।
কি? ভাবছেন ৪৫ ভাগ আছে যোগ্যদের জন্য? না, ভুল
করলেন, এখানেও কিছু অলিখিত কোটা থাকে, যেমন ধনী কোটা, মামা চাচা কোটা, তারপর প্রশ্ন ফাসতো আছেই।
এখন মেধা দিয়ে আপনি বাসায় বসে মুড়ি চাবান।
ছোটবেলায় শেখা সেই প্রবাদটি পরিবর্তনের সময় এসেছে,
"লেখাপড়া করে যে, লোকাল বাসে চড়ে সে"
মামা চাচা আছে যার, সে চড়ে প্রাইভেট কার"।
বিষয়: বিবিধ
১৩৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন