জানতে চান হ্যাকিং করার সহজ পদ্ধতি?

লিখেছেন লিখেছেন নাগরিক ৩০ জুন, ২০১৩, ০৬:৫৫:৫৯ সন্ধ্যা

চ্যালেঞ্জ::::: ফেসবুক ও ইমেইল হ্যাক করার এর চেয়ে সহজ আর কোনো উপায় হতেই পারেনা

কয়েকটা ব্লগে দেখলাম কিভাবে ফেসবুক অ্যাকউন্ট হ্যাক করা যায় । ফেসবুক হ্যাকের অনেকগুলো পদ্ধতি আছে। এর মাঝে সবচেয়ে সহজ পদ্ধতিটি নিয়ে এখানে আলোচনা করব।

আপনাদের আজ ধাপে ধাপে শিখাবো কিভাবে আপনি ফেসবুক আইডি, ইমেইল আইডি এর পাসওয়ার্ড হ্যাক করবেন।

আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন।

ধাপ ১ ::::::

যার আইডি হ্যাক করবেন তাকে রাতে আপনার বাসায় দাওয়াত দেন। হেভী খাওয়াদাওয়ার আয়োজন রাখুন। বাসায় সিনিওর সিটিজেন রাখা যাবে না।

ধাপ ২:::::

রাতে খাওয়া শেষে ড্রিংকসের ব্যাবস্থা রাখবেন। সাধারন মানের না, কড়া কিছু রাখবেন।তাকে পেগের পর পেগ খাওয়ায় যাবেন কিন্তু আপনি নিজে খাবেন না।

ধাপ ৩::::

যখন তার আর কন্ট্রল থাকবে না, তখন তাকে ভদ্রভাবে তার আইডি আর পাসওয়ার্ড জিজ্ঞেস করুন।

যদি ভদ্র কথায় কাজ না হয় তাহলে কিছু উত্তম মধ্যম দিন। ভয় নেই, পরে তার এগুলো কিছুই মনে থাকবেনা।

ধাপ ৪::::এবার আইডিটা তো পেয়েই গেলেন।আর কি করতে হবে তাও কি বলে দিতে হবে?

[বি.দ্র.:অনেক দিন কোনো ফাও কথা লেখা হয় না।খালি সিরিয়াস কথাই লেখা হয়।যাদের যাদের সময় নষ্ট করলাম তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।]

বিষয়: বিবিধ

২১১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File