আমরা দেশপ্রেমিক
লিখেছেন লিখেছেন নাগরিক ২৩ মে, ২০১৩, ০৫:৪৫:০৪ বিকাল
দেশপ্রেম ঈমানের অঙ্গ।এই বাক্যের সাথে পরিচিত নই এমন লোক কমই পওয়া যাবে।কেউ হয়তো বলবেন এটা তো হাদিসে নেই।আমি জানি।কিন্তু আমি কোথাও বলিনি যে এটা হাদিস।তবে আমি দেশ প্রেম যে প্রকৃতপক্ষেই ঈমানের অঙ্গ এটার বিষয়ে কিছু বলতে চাই।
মক্কা থেকে মদীনায় হিজরত করার আদেশ যখন আমাদের নবী হজরত মুহাম্মাদ (সাঃ) পান আল্লাহর কাছ থেকে তখন তিনি আল্লাহর নির্দেশ পালনের জন্য মক্কা ছেড়ে হিজরতের উদ্দেশ্যে পা বাড়ান মদীনার পথে।কিন্তু পথে চলার সময় তিনি বারবার অশ্রুসিক্ত নয়নে পিছনে তাকাচ্ছিলেন আর বলছিলেন,"হে!আমার জন্মভূমি,আমি তোমাকে ভালবাসি।আমার স্বগোত্রীয় লোকেরা যদি আমাকে তাড়িয়ে না দিত তাহলে তোমাকে ছেড়ে কখনই যেতাম না।"মদীনায় যেয়ে কি না পেয়েছিলেন আমাদের নবী (সাঃ)।তবুও, সালাতের ভিতর চিন্তা করতেন যদি মানুষ কাবার দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করত।এই চিন্তার প্রেক্ষিতে আল্লাহ কাবা শরীফকে কিবলা বানালেন বাইতুল মুকাদ্দাসের বদলে।মদীনায় হিজরত করতে এসে হজরত আবু বাকার (রাঃ) ও হজরত বিলাল (রাঃ) জ্বরে আক্রান্ত হয়ে পড়েন।তখন আবু বাকার (রাঃ) স্বদেশের কথা চিন্তা করে কবিতা আবৃতি করতে থাকেন। মক্কার লোকদের কাছ থেকে অপমানিত হয়ে এসেও নবী(সাঃ) আবার ফিরে গিয়েছিলে তার জন্মভুমিতে। অথচ মদীনার লোক তাকে নেতৃত্ব দিয়েছিল,তার দাওয়াতে মক্কার লোকেদের চেয়ে অনেক বেশি সাড়া দিয়েছিল।আর মক্কার লোকেরা দিয়েছিল শুধু কষ্ট আর যন্ত্রনা।রাসুলুল্লাহ(সাঃ) বলেন,"এক রাত সীমান্ত পাহাড়া দেয়া হাজার রাতের নফল ইবাদাতের চেয়ে উত্তম"।দেশের জন্য কেউ জীবন দিলে সে ইসলামে শহীদ বলে বিবেচিত হয়।
এই কথাগুলো থেকেই কি স্পষ্ট না যে দেশপ্রেম ঈমানের অঙ্গ।এটা কোনো হাদীস নয়।তবে রাসুল(সাঃ)এর জীবনের অনুসরণ করা ঈমানের অঙ্গ।আর তা করতে হলে আমাদেরকে দেশপ্রেমিক হতেই হবে।তাই আসুন না আমরা দেশের জন্য নিজেদের ছোট ছোট স্বার্থগুলো জলান্জলি দেই।দেশের ১৬কোটি মানুষের ভ্যাটের টাকার একটা ছোট অংশ আমাদের সবার রক্তেই মিশে গেছে।শেষ রক্তবিন্দু থাকা পর্যন্তই আমাদের কৃতজ্ঞ থাকতে হবে দেশের ১৬ কোটি মানুষের কাছে।আর যে আলো বাতাস নষ্ট করে আজকে আমরা এ অবস্থায় সেই আলো বাতাসও ফিরিয়ে দেয়া সম্ভব নয়।তাই দেশের মানুষের টাকায় মানুষ হয়ে অন্য দেশকে সার্ভিস না দিয়ে নিজের ক্যারিয়ার কি আমাদের কেউই সেক্রিফাইজ করতে পারি না।হ্যা উচ্চতর শিক্ষা,অভিজ্ঞতা অর্জন এর জন্য আমরা বাইরে যেতে পারি।কিন্তু,সারাজীবন অন্য দেশকে সার্ভিস দিলে আমাদের দেশকে উপরে তুলবে কারা?আমাদের দেশকে উপরে তুলার দ্বায়িত্বও তো আমাদেরই নাকি?আমরা দুর্নীতিকে সঙ্গ না দেই,দেশের সম্পদ অপচয় না করি,রাস্তাঘাট পরিষ্কার রাখি,দেশের মানুষের জন্য একটু স্বার্থ ত্যাগ করি।বাংলাদেশটা তো আমদেরই।আল্লাহর কাছ থেকে যে লক্ষ কোটি নিয়ামত পেয়েছি তার একটা অন্যতম নিয়ামত আমাদের এই ছোট্ট ভু-খন্ডটা।আমরা এর জন্য স্বার্থ ত্যাগ না করলে অন্যকেউ তো আমাদের জন্য তার স্বার্থ ত্যাগ করবে না।আমরাই না হয় একটু কষ্ট করি আমদের মাতৃভুমির জন্য।আমাদের ১৬কোটি মানুষের ৩২ কোটি হাত একত্রিত হলে আল্লাহ ছাড়া আর কে আটকাবে আমাদের উন্নয়নের সিডরকে?
বিষয়: বিবিধ
১১৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন