বড় মুখের ছোট্ট কথা-২

লিখেছেন লিখেছেন নাগরিক ১৭ মে, ২০১৩, ০৯:২২:১৪ সকাল

"প্রত্যেক কাজের ফলাফল নিয়্যাতের উপর নির্ভরশীল"

এই ছোট্ট বাক্যটা বুখারী শরীফের প্রথম খন্ডের ১ নাম্বার হাদীস।আল্লাহ কুরআনে বলেছেন,"আমি মানুষ ও জ্বিনদেরকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার ইবাদাত করার জন্য।"[সূরা যারিয়াত:৫৬]এই আয়াতটা আমাদের পক্ষে মানা কখনই সম্ভব হত না যদি না রাসূল(সাঃ) এর এই হাদীসটা থাকত।কারন,আল্লাহ আমাদের বানিয়েছেন অত্যন্ত দুর্বল করে।সারাদিনের একটা অংশ আমরা না ঘুমালে বাচতে পারব না,আমাদের খেতে সময় লাগবে,কাজ করতে সময় লাগবে।আর মহান আল্লাহ নিঃসন্দেহেই তার বান্দাদেরকে অনেক ভালবাসেন,তিনি কখনই তার বান্দাদের উপর কোনো প্রকার বোঝা চাপিয়ে দিতে চান না।এই জন্যই তিনি রাসূল(সাঃ) এর মুখ দিয়ে এই ছোট্ট কথাটা বের করে দিয়ে আনাদের সাহায্য করেছেন।আমরা যাই করি,খাই,অথবা ঘুমাই অথবা লেখা পড়া বা অন্যান্য কাজ করি না কেন সেটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে আমরা পার্থিব কাজ করেও আমলের মধ্যে থাকতে পারব।এক ঢিলে দুই পাখি মারার কত সুন্দর সুযোগ করে দিয়েছেন আল্লাহ তা'আলা শুধু আমাদের জন্য তবুও আমরা তার শুকরিয়া আদায় করতে কার্পণ্য করি।তবে, আমরা যে কাজ করব সেটা অবশ্যই স্পষ্ট হারাম হওয়া যাবে না।কারন হারাম কাজে যে আল্লাহর সন্তুষটি নেই সেটা কারোরই অজ্ঞাত নয়।এখন কথা হল কেন আল্লাহ এভাবে সওয়াবের ব্যাবস্থা করেছেন।এটা মূলত আল্লাহর ইচ্ছা।তবুও এর আরও একটা কারন আছে যে আপনি সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করলে সব কাজে অবশ্যই আল্লাহকে স্মরণ করবেন।আল্লাহ মূলত এটাই চান আমাদের কাছ থেকে।আল্লাহ বলেন"তোমরা আমাকে স্মরণ কর আমিও তোমাদেরকে স্মরণ করব।কৃতজ্ঞ হও,অকৃতজ্ঞ হয়ো না।"[সূরা বাকারা:১৫২]।

তাই, আমরা ইনশাআল্লাহ আজকে থেকে সব হালাল কাজ ,সেটা ফরজ বা সুন্নত না হোক, আমরা খালি নিয়্যাতটা একটু আল্লাহর দিকে নিয়ে সেই কাজটা করি। আল্লাহ আমাদের জন্য সব কিছু কত সহজ করে দিয়েছেন আর আমরা মাত্র একটু নিয়্যাত পরিবর্তন কি করতে পারি না?কাজটা কি এতই কঠিন?

বিষয়: বিবিধ

৯৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File