জ্বালানীর কোনো অভাব আছে নাকি

লিখেছেন লিখেছেন নাগরিক ০৪ মে, ২০১৩, ০৮:২০:১১ রাত

বছরে কমপক্ষে ৪-৫ বার জ্বালানীর দাম বাড়ার বিষয়টা মনে হয় এখন আর নতুন নয়।আর জ্বালানীর দাম বাড়লে তার বিরুদ্ধে টি-স্টল থেকে টিভি চ্যানেল পর্যন্ত কোথাও আলোচনা-সমালোচনার কোনো প্রকার কমতি থাকে না।প্রথমেই বলে রাখি আমি কিন্তু এসব আলোচনার বিপক্ষে নই।বরং এসব আলোচনা ছাড়া গনতান্ত্রিক রাস্ট্র সম্পূর্ণ একনায়কতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে।কিন্তু,খালি আলোচনা করাই কি আমাদের রাজনৈতিক দ্বায়িত্ব?

রাস্তায় চলতে গিয়ে ট্রাফিক জ্যামে পড়লে বা অন্য কোনো সময় গাড়ি থামানোর দরকার হলে দেখা যায় আমরা গাড়ির স্টার্ট অফ করতে ভুলে যাই বা আলসেমী আমাদেরকে স্টার্ট অফ করতে দেয় না। দেখে মনে হয় আমাদের জ্বালানীর কোনো অভাব নাই।একটু কষ্ট করে যদি স্টার্টটা অফ করি আমরা তাহলে মোট ব্যবহারের ২০% জ্বালানী বাচানো সম্ভব।এতে দেশের জ্বালানী কেনার পিছনে যে বৈদেশিক মুদ্রা খরচ হয় তার একটা উল্লেখযোগ্য অংশ আমরা বাচাতে পারব।অবশ্য দেশের জন্য গলা ফাটানো ছাড়া খুব কম কাজ করতেই আমরা প্রস্তুত।যাক,দেশের স্বার্থ বাদ।নিজেদের পকেটের টাকাও তো আমরা এভাবে বাচাতে পারবো।আর জ্বালানী যদি আমরা সবাই মিলে একটু করেও সেভ করতে পারি তাহলে বিশ্ব উষ্ণায়ন রোধ করা সম্ভব হত।গরমের দিন আমাদের দম বের হওয়া কষ্ট করতে হত না।

আসুন না,দেশের জন্য তো অনেকই গলা ফাটাই,এবার একটু কাজ করি।খুব কষ্ট হবে না মনে হয়।নাকি??????????????

বিষয়: বিবিধ

৮১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File