মুক্তমনা
লিখেছেন লিখেছেন নাগরিক ০১ মে, ২০১৩, ০৪:২৮:০২ বিকাল
আমি খুব বেশি বাস্তববাদি না।বরং,বাস্তবের চেয়ে কল্পনার জগতটাই বেশি ভাল লাগে,যখন ইচ্ছা অভিকর্ষের আকর্ষন পেরিয়ে মুক্তভাবে ঘুরে বেড়ানো যায় মনের আকাশে।কেউ বাধা দেয় না,কেউ বারন করে না,আমার উপর চোখ রাঙানোর জন্যও কেউ নেই।
কিন্তু, বাস্তব পৃথিবীটা এত সহজ না।কারন,সত্যই যদি অভিকর্ষ বল না থাকে তাহলে কেমন হবে ব্যাপারটা?কোনো অক্সিজেন থাকবে না,পৃথিবীর অসম্ভব তেজী ঘুর্ণন গতি যেটা আমরা টেরও পাই না- তার সঙ্গে তাল মিলাতে পারবো না,সবচেয়ে বড় কথা মহাবিশ্বে আমাদের কোন অস্তিত্বই থাকবে না।আমরা সবাই মুক্ত থাকতে চাই,হতে চাই স্বাধীন।কিম্তু আমি কল্পনাবিলাসী হলেও চাই না যে অভিকর্ষের বাধা থেকে আমি মুক্ত থাকি।কারণ,আমি জানি সব মুক্তি আমার অস্তিত্বের জন্য ভাল না।
কিন্তু আমাদের মধ্যেই আরেক জাতের মুক্তমনা আছে।যারা অভিকর্ষ বলের মত উপকারী বল থেকে-ও মুক্ত থাকতে চায়।শিশুরা বড়দের শাসনকে কখনই ভাল মনে করে না।কারন তাদের বাস্তব জ্ঞান অনেক কম।ভবিষ্যতে তার জ্ঞান বৃদ্ধির সাথে সাথে সে বুঝবে যে বড়রা তার ভালর জন্যই তাকে শাষন করতেন।কিন্তু এখন,সে যার ভিতর তার জন্য ভাল আছে তাকেও ঘৃণা করে।তাকে যদি প্রশ্ন করা হয় যে," তুমি অভিকর্ষ থেকে মুক্ত হতে চাও কি-না?তাহলে মুক্তভাবে মুক্ত আকাশে ভাসতে পারবে?"সে হয়তো বলবে,"হ্যা"।কারন,সে জানে না যে সে তাতে কোন পরিস্থিতিতে পড়বে।তাদের অবুঝ মুক্ত মন ধ্বংষের ভিতর সুখ খুজে পায়।কিন্তু তথাকথিত মুক্তমনাদের বুদ্ধি শিশুদের চেয়ে-ও কম এবং মারাত্নক রকমের কম।কারন,তারা পূর্ণ বয়স্ক হওয়ার পরও বুঝে না যে সব মুক্ত অবস্থা ভাল না।অনেক সময় বাধনে আটকে থাকাও ভাল।শিশুদের মাথায় যেমন এই ব্যপারটা ধরবে না,তাদের মাথায়-ও তেমনি ব্যাপারটা ধরবে না।কারণ,ব্য়সে বাড়লেও বুদ্ধি তাদের বাড়েনি মোটেও। আমরা মহান আল্লাহর কাছে দু'আ করি আল্লাহ তাদের বুদ্ধির বিকাশ সাধন করুন।তাদের সেই বাধনের সন্ধান পাওয়ার তৌফিক দান করুন।আমীন।
বিষয়: বিবিধ
১৬২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন