এটা আমাদের শিক্ষাব্যবস্থা!
লিখেছেন লিখেছেন নাগরিক ৩০ এপ্রিল, ২০১৩, ০৪:৫০:৫০ বিকাল
গত বছর আমাদের এইচএসসি শেষ হওয়ার পর প্রথম ক্লাস শুরু হয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং তা ১ জানুয়ারী,২০১৩,যা এইচএসসির প্রায় ৬ মাস পর।আর সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হতে হতে প্রায় এই বছরের অর্ধেক পার হয়ে গেছে।অর্থাত,আমাদের অনেকের জীবনের ১ বছর ভার্সিটির ক্লাস শুরু হওয়ার আগেই লস।এরপর সেশন জট তো আছেই।আমি জানি পাবলিক ভার্সিটিতে চেলেই সেশনজট নাই করা যাবে না।অনেক চেষ্টা করলে কমানো সম্ভব।তাই,আমি সেশনজটের ব্যাপারে কথা বলব না।কিন্তু,পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উর্দ্ধতন কর্মকর্তারা চেলে ক্লাস শুরুর সময়টা এগিয়ে নিতে পারেন।একই সঙ্গে শিক্ষাবোর্ড যদি ফলাফল প্রকাশের সময়টা আর একটু কমাতে পারেন তাহলে সেটা দেশের ভবিষ্যতের জন্যই ভাল।কারন,আজকের ছাত্ররাই তো আগামি দিনের ভবিষ্যত।অবশ্যই জাতীয় শিক্ষাবোর্ডের ধন্যবাদ প্রাপ্য।কারন,মাত্র ৫-৭ বছর আগের তুলনায় এখন অনেক দ্রুত রেজাল্ট বের হয়।তবুও,এখনও,এসএসসির পর কলেজে ক্লাস শুরু হতে প্রায় ৪-৫ মাস অতিরিক্ত লেগে যায়।এইচএসসির পর ভার্সিটিতে ক্লাস শুরু হতে প্রায় ১ বছর অতিরিক্ত লেগে যায়।আমাদের ৬০ বছরের জীবনের দেড় বছর যদি এভাবে নিয়ে যায় আমাদের শিক্ষা ব্যবস্থা তাহলে আমরা কিভাবে আগাব?আর কীভাবে এগিয়ে নিব আমাদের দেশকে?আমরা নিজেরাই তো পিছিয়ে যাচ্ছি দেড় বছর।
উপর থেকে যদি কেউ নিচে না তাকায় তাহলে মাটি খুড়ে বের হয়ে এসে কেউ আমাদের সমস্যার সমাধান করবে না।তাই,সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের বিনীত অনুরোধ জানাচ্ছি এদিকে যেন তারা একটু দৃষ্টিপাত করেন।কারন,এদেশের উন্নতির ১টা অংশের দ্বায়িত্ব আল্লাহ তাদের হাতে অর্পণ করেছেন;আর এর জবাবদিহিতাও তাদেরকেই করতে হবে। তাই,আবারও বলছি পরবর্তী প্রজন্মের দিকে একটু তাকান।প্লিজ।
বিষয়: বিবিধ
৮৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন