আমি,নাস্তিক ও ডঃ মুহম্মদ জাফর ইকবাল
লিখেছেন লিখেছেন নাগরিক ২৮ এপ্রিল, ২০১৩, ০৬:১০:১৮ সন্ধ্যা
তখন আমি পড়ি গভঃ ল্যাব হাই স্কুলে,ক্লাস নাইনে।পদার্থ বিজ্ঞানের একটা বিষয় নিয়ে চিন্তা করে দিন রাত পার করতাম।অবস্থা এমন পর্যায়ে পৌছল যে নিজেকে নিউটন,আইনস্টাইনের চেয়েও বড় বিজ্ঞানী ভাবতে শুরু করে দিয়েছিলাম।আমি ভাবতাম আমি পদার্থ বিজ্ঞানের ভুল বের করতে পেরেছি।এখন শুধু তা প্রকাশের অপেক্ষা। একবার কোনভাবে প্রকাশ করতে পারলেই আমি হয়ে যাব বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানী।তবুও ভাবলাম বড় কারও সঙ্গে এ বিষয়ে কথা বলে আর একটু sure হয়ে নেয়া ভাল। তাই, অনেক কষ্টে ডঃমুহাম্মাদ জাফর ইকবাল স্যারের নাম্বার যোগার করে তাকে ফোন দিয়ে এ বিষয় নিয়ে আলাপ করি। এখানে বলা ভাল অনেকে জাফর ইকবাল স্যারকে পছন্দ না করলেও আমি তার ব্যবহারে মুগ্ধ হয়েছিলাম।কারন আমি চিন্তাও করি নি উনি আমার মত সাধারণ একজনের সাথে এত আন্তরিকভাবে কথা বলবেন। যা হোক তার উত্তরে বুঝলাম ব্যাপারটা আসলে আমার বুঝার ভুল ছিল।তবে, স্যারের উত্তরের একটা অংশ আমার ক্ষুদ্র জ্ঞানে ভুল মনে হয়েছিল।তখন আমি সবাইকে বলে বেড়াতে শুরু করলাম স্যারের ভুলের কথা।কিন্তু এইচএসসিতে উঠে বুঝলাম ওটাও আমারই বুঝার ভুল ছিল। বরং স্যারই একমাত্র আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন।
এখন কথা হল প্রশ্নটা আমি অনেককেই করেছিলাম।আর স্যার ছাড়া সবাই ভুল ছিল। তবুও কেন আমি স্যারের কথা বলতাম?কারন,উনার ভুল হওয়া অস্বাভাবিক।আর আমি (আমার মতে) সেই অস্বাভাবিক বস্তুটা আবিস্কার করেছিলাম।সত্যি বলতে,নাস্তিকরাও আমার মত ক্ষুদ্র জ্ঞান নিয়ে বাস করে।তাই,তাদের কাছে কুরআন বা সমগ্র ইসলামকেই ভুল মনে হয়।কিন্তু ইসলামে ভুল থাকা অবাস্তব।আর তারা (তাদের মতে) এই অবাস্তবকে আবিষ্কার করে তা প্রচার করতে চায়।আমি যেমন স্বল্পজ্ঞানী হয়েও নিজেকে বিশাল জ্ঞানী প্রমানের জন্য মানুষকে বলে বেড়াতাম আমি স্যারের ভুল ধরেছি,তারাও তেমন স্বল্পজ্ঞানী হয়েও নিজেকে বিশাল জ্ঞানী প্রমানের জন্য মানুষকে বলে বেড়ায় আমি ইসলামের ভুল ধরেছি।মানুষ হিসেবে স্যার ভুল করতেও পারতেন,তবে,আল্লাহ যে কখনই ভুল করবেন না তা তারা বুঝবে না।আল্লাহ্ বলেন,
"তারা মূক,বধির অন্ধ।তারা আর ফিরবে না।"[বাকারা:১৮]
ফ্রান্সিস বেকন বলেছিলেন,"অল্পবিদ্যা মানুষকে করে নাস্তিক,আর অধিক বিদ্যা করে ধার্মিক।"
বিষয়: বিবিধ
২৭৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন