সব দোষই সরকারের

লিখেছেন লিখেছেন নাগরিক ২৬ এপ্রিল, ২০১৩, ১১:১৪:৩২ সকাল

লেখা শুরু করার আগেই বলে রাখি,সরকার বলতে আমি কোন দলীয় সরকারের কথা বলছি না।আমি বলছি বাংলাদেশ সরকারের কথা।

আমাদের দেশে চায়ের দোকান থেকে শুরু করে লোকাল বাস,ক্যানটিন,হোটেল এমন কোথাও নাই যেখানে সরকারের সমালোচনা করার মত লোকের অভাব দেখা যাবে।আমরা এই বিষয়টাতে মারাত্মক পারদর্শী। এই সরকার কি করেছে,আগের সরকার কি করেছিল এই সব বিষয়ের উপর আমাদের সবারই মোটামোটি পিএইচডি করা হয়ে গেছে।কিন্তু, সরকারের যে ব্যার্থতা তার দায় কি শুধুই সরকারের?

আমাদের কয়জন জীবনে যতবার সরকারের নামে এ কথা বলেছি যে সরকার বিদ্যুত দিতে পারে নাই অথচ আমাদের নিজেদের বাসায় ১ ওয়াট বিদ্যুতও অপচয় হচ্ছিল না;কতজন ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলেছি অথচ জীবনে ১ মুহুর্তের জন্যও ট্রাফিক আইন অমান্য করি নাই।কতজন আছি সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলি কিন্তু নিজেরা স্বার্থ ত্যাগ করে হলেও নিজেকে ঘুষের লেনদেন থেকে দূরে রেখেছি?

দেশ পরিচালনার দ্বায়িত্ব নি:সন্দেহে সরকারের।তাই বলে আমরা কি দেশের নাগরিক না,আমাদেরও কি উচিত না দেশের জন্য কিছু করা?নাকি সরকারের সমালোচনা করাই আমাদের একমাত্র কাজ?সরকারকে আমাদের সাহায্য করতে হবে।আমাদের দ্বায়িত্ব সঠিকভাবে পালনের পর আমাদের সরকারের নিন্দা করা মানায়।তার আগে আমরা কোন মুখে সরকারের নিন্দা করব-যখন নিজেই সেই নিন্দা পাওয়ার যোগ্য?

বিষয়: বিবিধ

৯৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File