আজকাল ইসলাম যেন বাব দাদার সম্পত্তি হয়ে গেল.....................!!!!
লিখেছেন লিখেছেন তানিয়া সেমিহা ২১ এপ্রিল, ২০১৩, ০৯:২৬:০১ রাত
সবাই ইসলামকে নিয়ে দল সৃষ্টি করা শুরু করল।
গতকাল সুন্দর একটা উত্তর পেয়েছি।
যখন একদম ছোট ছিলাম,তখন মানুষ হবার জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় নাই।
একটু বড় হলাম।প্রয়োজন হল শিক্ষার।
আমরা যখন অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ি তখন কোন বিভাগ থাকে না।বাংলা,ইংরেজী,গনিত,বিজ্ঞান সব সাবজেক্ট ই থাকে।যখন নবম শ্রেণীতে ভর্তি হলাম তখন চয়েস করতে হল কোন বিভাগ নিব(বিজ্ঞান,মানবিক,ব্যবসায় শিক্ষা
যখন কলেজে উঠলাম তখন নিজের বিভাগের ই কিছু সাবজেক্ট বাদ পরে গেল।
বিশ্ববিদ্যালয়ে যাবার পর থাকবে যে কোন একটা সাবজেক্ট
আরো জানতে চাইলে করতে হবে পি এইচ ডি.....................
দেখুন তো ধর্মের সাথে কোন মিল পান কি না?
ছোট সময় না থাকে কোন দল(শিয়া,সুন্নী,আহলে হাদীস) পরিচয় একটায় মুসলীম।
যখন আরেকটু বড় হয় তখন চলে আসে যেকোন একটা(শিয়া/সুন্নী/আহলে হাদীস)
যদি সুন্নী নেই
তা হলে চলে আসে মাযহাব (যে কোন একটা ছোট সময় সেইটা জানা হয় না)
তারপর চলে আসে অনেক অনেক গ্রুপ!!
যে কোন একটা বেঁছে নিতেই হবে।
যেমন,সুন্নী,ওয়াহাবী,তাবলীগ,মৌলবাদী,মূদদী ইত্যাদি।
সবাই আজকাল নিজের দলকে সঠিক মনে করতেছে আর নিজের দলে এন্ট্র করাবার চেষ্টা করতেছে.......
এখানে আমি বয়সকে প্রাধান্য দেই নাই.......
বিষয়: বিবিধ
১২৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন