আখাউড়া'য় সংখিপ্ত সফর ।

লিখেছেন লিখেছেন নজরুল ইসলাম খান ০৪ মে, ২০১৩, ০৬:০০:২৫ সকাল

কিছুদিন পুর্বেও যে এলাকাটি ছিল মানুষের সুখ,দুঃখ মেশানো কর্মচান্চল্যের কথকতা সেই এলাকাটিকে এখন অনেকটাই বিরানভুমির মত মনে হয় । প্রলয়ংকারি টর্নোডো ছিনিয়ে নিয়েছে স্বাভাবিক কর্মচান্চল্য । মানুষ আছে ঘড় নেই ( তাবুর মধ্যে থাকে ),গাছ আছে তাতে প্রান নেই ,চাহিদা আছে যোগান নেই ।''Save Our Souls'',''না বলা কথা'' ও ''যুব কন্ঠ''র যৌথ উদ্যোগে সংগৃহিত ত্রান সামগ্রি ও নগদ অর্থ সহ গতকাল সকালে রেল যোগে Harunor Rashid ও Rehman Chowdhuryকে সাথে নিয়ে রওয়ানা হই আখাউরা'র উদ্যেশ্য । সেখানে পৌঁছে স্থানিয় জনাব মোঃ ইয়াসিন,মোঃ আব্দুর রউফ ও রাজাকে সাথে নিয়ে টর্নেডো বিধ্বস্ত এলাকাগুলোতে যাই । সেখানে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামা,কাপর ,ওষুধ ও নগদ টাকা বিতরন করা হয় । প্রচন্ড গরমের মধ্যে মধ্যান্হ বিরতিটুকু বাদে প্রায় পাঁচ ঘন্টা লাগাতারভাবে এক গ্রাম থেকে আর এক গ্রাম ,এভাবে বিস্তির্ন একটা এলাকায় ঘড়ে ঘড়ে যেয়ে ত্রান বিতরন করা হয় ।হারুন আর রেহমান অক্লান্ত পরিশ্রম করে ।এলাকা'র জনাব মোঃ ইয়াসিন,রাজা ও মোঃ আব্দুর রউফ সর্বতোভাবে আমাদের সহযোগিতা করেন ।এ ছারাও এই ত্রান কাজে আরো সহযোগিতা করেন Roksana Parveen,অদ্রি আহমেদ ও আ্যানোনিমাস গুপ্তচর শিমূল । আমি এদের সকলের সর্বাঙ্গিন সুন্দর জীবন কামনা করি । মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন । আমিন ।

বিষয়: বিবিধ

১১৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File