....সিবিএফ কাতার শাখার প্রাক বৈঠকি আলোচনা প্রসংগে
লিখেছেন লিখেছেন মোঃ মঈনুল ইসলাম ২৫ জুলাই, ২০১৩, ০৭:৫২:০১ সন্ধ্যা
আলহামদুলিল্লাহ, আজ ২৪ জুলাই ২০১৩, ১৫ই রমজান, আমরা কাতার প্রবাসী কিছু ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট একত্রিত হলাম। অনলাইন এক্টিভিষ্ট হিসেবে ব্লগ, ফেইসবুক এবং টুইটার ইত্যাদি মাধ্যমে আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত কিছু আলাপ আলোচনা হল। এছাড়া সকলে মিলে ইফতার করার উদ্দেশ্যকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ আলোচনার সভা করা হল। উক্ত বৈঠকে সিবিএফ (কমিউনিটি ব্লগার্স ফোরাম) কাতার শাখা করার প্রাক আলোচনা এবং সকলের সম্মতিক্রমে ব্লগার বাকপ্রবাসকে আহ্বায়ক এবং ব্লগার আধাশিক্ষিত মানুষকে কাযকরী সদস্য হিসেবে পরবর্তী কার্যক্রম পারিচালনা করার দায়িত্ব অর্পণ করা হয়। এছাড়া অন্যান্যা ব্লগার সদস্যদের সার্বিক সহোযোগিতার মাধ্যমে ঈদের পূর্বে আরো একটি আলোচনা সভা ও ঈদের পরের দিন ঈদ পূণর্মিলনী সভা করার সিদ্ধান্ত হয়। কাতারের অধিবাসী সকল ব্লগার এবং অনলাইন এক্টিভিষ্ট এর সমন্বয়ে সিবিএফ কাতার শাখার উদ্বোধন এবং পূর্ণাঙ্গ কমিটি করার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্যান্ত জনপ্রিয় এবং সিনিয়র ব্লগার আধাশিক্ষিত মানুষ, ব্লগার আইল্যান্ড স্কাই, মইনুল কাতার ব্লগার ব্লগার স্ফুলিঙ্গ, ব্লগার আবু তাহের মিয়াজী, ব্লগার বাকপ্রবাস প্রমূখ। আমরা এ বিষয়ে সিবিএফ এর সকল সদস্যদের উপদেশ, পরামর্শ, দিক নির্দেশনা আশা করছি। দোয়া চাচ্ছি যাতে করে আমাদের কার্যক্রম সুষ্ঠ, সুন্দর আর স্বার্থক হয়ে উঠে তার জন্য।আরো দোয়া চাচ্ছি যাতে আমরা অনলাইন জগতে আমাদের জ্ঞান, প্রজ্ঞা ব্যবহার করে ঈমানী ও নৈতিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। এছাড়া সাথে সাথে আমাদের নতুন প্রজন্মকে একটা সুষ্ঠু, সুন্দর ব্লগীয় এবং অনলাইনীয় সমাজ উপহার দিতে পারি।
-- বাকপ্রবাস, আহ্বায়ক, সিবিএফ কাতার
https://www.facebook.com/bdcbf
বিষয়: বিবিধ
১১৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন